চলতি কমনওয়েলথ ভারোত্তোলন চ্যাম্পিয়নশিপে সোনা জিতলেন ভারতের অজয় সিংহ। এই সাফল্যে ২৪ বছর বয়সি ভারতীয় অ্যাথলিট সরাসরি ২০২২ কমনওয়েলথ গেমসে অংশ নেওয়ার ছাড়পত্র পেলেন। অজয় মোট ৩২২ কেজি (১৪৭ ও ১৭৫ কেজি) ওজন তুলে সেরা হন।
যার মধ্যে আবার ১৪৭ কেজি স্ন্যাচে ওজন তুলে তিনি জাতীয় রেকর্ডও গড়েন। অজয় তৃতীয় ভারতীয় ভারোত্তোলক হিসেবে ২০২২ কমনওয়েলথ গেমসের যোগ্যতা অর্জন করলেন।
এর আগে জেরেমি লালরিননুঙ্গা এবং অচিন্ত্য শিউলি ২০২২ কমনওয়েলথ গেমসে যোগ দেওয়ার ছাড়পত্র পেয়েছিলেন। এর আগে পপি হাজারিকা ৮৪ কেজি স্ন্যাচে এবং ১০৫ কেজি ক্লিন অ্যান্ড জার্কে অর্থাৎ মোট ১৮৯ কেজি ওজন তুলে রুপো জিতেছিলেন। এই দুই ভারোত্তোলককে সাই টুইটারে অভিনন্দন জানায়।