দাদরা ও নগর হাভেলি লোকসভা কেন্দ্রের উপনির্বাচনে ৪৭ হাজার ৪৪৭ ভোটে বিজেপিকে হারাল শিবসেনা। প্রয়াত প্রাক্তন সাংসদ মোহন ডেলকারের স্ত্রী শিবসেনা প্রার্থী কলাবেন ডেলকার পেয়েছেন ১ লক্ষ ১২ হাজার ৭৪১ ভোট। বিজেপি প্রার্থী মহেশ গভিট পেয়েছেন ৬৩ হাজার ৩৮২ ভোট।
প্রসঙ্গত, মোহন ডেলকারের মৃত্যুর পরেই এই আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হয়। গত ৩০ অক্টোবর এই আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। এই প্রথম মহারাষ্ট্রের বাইরে লোকসভা ভোটে এই প্রথম কোথাও আসন দখল করবে শিবসেনা। তবে ১৯৯০ সালে উত্তরপ্রদেশে বিধানসভা ভোটে একটি আসন দখল করেছিল শিবসেনা।