রবিবার উত্তরপ্রদেশের লখিমপুর খেরিতে বিক্ষোভরত কৃষকদের ওপর গাড়ি চালিয়ে চার জনকে মেরে ফেলার অভিযোগ ওঠে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অজয় মিশ্রর ছেলে আকাশ মিশ্রর বিরুদ্ধে। এ নিয়ে এখনও উত্তপ্ত যোগীরাজ্য। এবার ময়নাতদন্তের রিপোর্ট থেকে জানা গেল, উত্তরপ্রদেশের লখিমপুরে চার কৃষকের শরীরে গুলির আঘাতের কোনও চিহ্ন পাওয়া যায়নি। প্রচণ্ড ধাক্কা ও তার ফলে অতিরিক্ত রক্তপাতের কারণে চার জনের মৃত্যু হয়েছে।
রবিবারের ঘটনায় যে চার কৃষকের মৃত্যু হয়েছে তাঁদের নাম নক্ষত্র সিংহ, দলজিৎ সিংহ, লভপ্রীৎ সিংহ ও গুরবিন্দ্র সিংহ। ময়নাতদন্তের রিপোর্টে বলা হয়েছে, ১৮ বছরের লভপ্রীৎকে বেশ কিছু দূর টেনে-হিঁচড়ে নিয়ে যাওয়া হয়। সেই ধাক্কায় অতিরিক্ত রক্তক্ষরণ হয় তাঁর। গুরবিন্দ্রর শরীরে ধারাল কিছু দিয়ে আঘাতের চিহ্ন পাওয়া গিয়েছে। বাকি দু’জনেরও একই কারণে মৃত্যু হয়েছে।