ফিরল স্বস্তি। রাজ্যে ফের নিম্নমুখী করোনা সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় কিছুটা কমল সক্রমণ। আক্রান্ত হয়েছেন ৭৪৪ জন। মৃত্যু হয়েছে ১৩ জনের। শুক্রবার রাজ্য স্বাস্থ্যদপ্তরের বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়েছেন ৭৪৪ জন। যা বৃহস্পতিবারের তুলনায় কিছুটা কম। ওইদিন রাজ্যে আক্রান্ত হয়েছিলেন ৭৪৬ জন। তার ফলে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৫ লক্ষ ৬৪ হাজার ৮৮৩ জন। গত ২৪ ঘণ্টায় করোনার বলি হয়েছেন ১৩ জন। তার ফলে এখনও পর্যন্ত করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৮ হাজার ৭১৬ জন। অ্যাকটিভ কেস ৭ হাজার ৬৮৯ জন। রাজ্যের বর্তমান পজিটিভিটি রেট ১.৭৭ শতাংশ।
উল্লেখ্য, গত ২৪ ঘণ্টায় মোট ৪২ হাজার ১১৩ জনের করোনা পরীক্ষা হয়েছে। তার ফলে এখনও পর্যন্ত মোট ১ কোটি ৭৯ লক্ষ ১৭ হাজার ৭৪৩ জনের নমুনা পরীক্ষা হয়েছে। করোনা মোকাবিলার একমাত্র ব্রহ্মাস্ত্র টিকাকরণ। তাই জোরকদমে চলছে টিকাকরণের কাজ। এখনও পর্যন্ত ৪ লক্ষ ৯৪ হাজার ৩৯০ টিকাকরণ সম্পূর্ণ হয়েছে। তার মধ্যে ৩ লক্ষ ২১ হাজার ৯৭ জন প্রথম ডোজ পেয়েছে। বাকি ১ লক্ষ ৭৩ হাজার ২৯৩ জন পেয়েছেন দ্বিতীয় ডোজ।
পাশাপাশি, বৃহস্পতিবার কোভিড সতর্কতা নিয়ে একগুচ্ছ নির্দেশিকা ঘোষণা করেছে কেন্দ্র সরকার। আসন্ন উৎসবের মরশুমের কথা মাথায় রেখে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে স্বাস্থ্যমন্ত্রকের তরফে। বলা হয়, কোভিড-১৯ সংক্রমণের হার ৫ শতাংশের বেশি হলে, সেই সব জেলায় উৎসব করা যাবে না। অন্যত্র বিধি মেনে উৎসব চলতে পারে। তাছাড়া এবার বাড়ি বাড়ি গিয়ে কোভিড টিকা দেওয়া হবে বলেও জানিয়েছে কেন্দ্র। এই পরিস্থিতিতে রাজ্যে সংক্রমণ কমায় আশঙ্কা কেটেছে অনেকটাই।