এবাদ রুটিনমাফিক প্রশিক্ষণ সংক্রান্ত উড়ানে বেরিয়ে দুর্ঘটনার কবলে পড়ল ভারতীয় সেনাবাহিনীর এভিয়েশন কোরের একটি চিতা হেলিকপ্টার। মঙ্গলবার সকালে নাগরোটায় সেনার ১৬ কোরের সদর কার্য্যালয় থেকে দুজন পাইলটকে নিয়ে ওড়ে হেলিকপ্টারটি। আচমকা সেটি জম্মু ও কাশ্মীরের উধমপুরের শিবঘর ধর এলাকায় ভেঙে পড়ে। জখম দুই পাইলটকে দ্রুত উদ্ধার করে নিয়ে যাওয়া হয় উধমপুরের কম্যান্ড হাসপাতালে। সেখানে চিকিৎসা চলাকালীন দুজনেই প্রাণ হারান।
এপ্রসঙ্গে, প্রতিরক্ষা বাহিনীর মুখপাত্র লেফটেন্য়ান্ট কর্নেল দেবেন্দর আনন্দ জানান, আজ পাটনিটপ এলাকায় ভারতীয় সেনাবাহিনীর চিতা হেলিকপ্টার প্রশিক্ষণ উড়ান চলাকালে উধমপুরের শিব ঘর ধর এলাকায় ভেঙে পড়ে। দুজন পাইলটকে জখম অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হেলিকপ্টারটি ভেঙে পড়তে দেখে প্রথমে স্থানীয় গ্রামবাসীরাই ছুটে এসে পাইলটদের দুমড়ে মুচড়ে যাওয়া হেলিকপ্টার থেকে বের করেন। তাঁরা দুজনেই মেজর পদমর্যাদার অফিসার ছিলেন বলে জানিয়েছেন এক সিনিয়র সেনা অফিসার।
নেটমাধ্যমে ছড়িয়ে পড়া দৃশ্যে দেখা গিয়েছে, পাহাড়ের কোলে একটি চিতা হেলিকপ্টারের ধ্বংসাবশেষ, ভিতর থেকে পাইলটদের টেনে বের করার চেষ্টা করছেন স্থানীয় বাসিন্দারা। সেনার নর্দার্ন কম্যান্ড ট্যুইট করেছে, মেজর রোহিত কুমার ও মেজর অনুজ রাজপুত পাটনিটপে ২১ সেপ্টেম্বর, ২০২১ এ ডিউটিরত অবস্থায় চরম বলিদান করেছেন। সকাল সাড়ে দশটা নাগাদ দুর্ঘটনাটি ঘটেছে। এই নিয়ে জম্মু ও কাশ্মীরে গত সাত সপ্তাহে দ্বিতীয়বার সেনার হেলিকপ্টার ভেঙে পড়ে ধ্বংস হল। গত মাসে সেনার একটি সেনার হেলিকপ্টার রঞ্জিত সাগর বাঁধ এলাকায় ভেঙে পড়ে। দুজন পাইলট নিহত হন। তাঁদের একজনের দেহের সন্ধান মেলেনি আজও।