রাজ্যে ভোট পরবর্তী হিংসার তদন্ত করছে সিবিআই-এর একাধিক দল। আদালতের নির্দেশ মতো সিটও গঠন করা হয়েছে। সেই সিটের তদন্তের ওপর নজরদারি চালানোর জন্য দায়িত্ব পেয়েছিলেন কলকাতা হাইকোর্টের অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি মঞ্জুলা চেল্লুর। তবে সিটের প্রধান হিসাবে কোনও সাম্মানিক নেবেন না বলে বৃহস্পতিবার জানিয়েছেন তিনি। তাঁর সাম্মানিক হিসাবে ১০ লক্ষ টাকা ধার্য করা হয়েছিল।
সেই টাকা নিতে চাননি অবসারপ্রাপ্ত প্রধান বিচারপতি। উল্লেখ্য, গত ৩ সেপ্টেম্বর সিটের মাথায় বসানো হয় কলকাতা হাই কোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি মঞ্জুলা চেল্লুরকে। তিনি কলকাতা ও বম্বে হাই কোর্টের প্রধান বিচারপতি ছিলেন। আদালত জানিয়েছিল, সুপ্রিম কোর্টের কোনও অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতিকে পাওয়া যায়নি বলে হাইকোর্টের প্রাক্তন প্রধান বিচারপতিকেই এই পদে নিয়োগ করা হল।