জাতপাত, ধর্মের ভেদাভেদ আর ভাঙনের রাজনীতিতেই ব্যস্ত বিজেপি। তারই একঝলক দেখা মিলল ত্রিপুরায়। পৃথক রাজ্যের দাবিতে ফের আন্দোলনের ঝাঁঝ বাড়াল বিজেপি–র শরিক দল আইপিএফটি। ৫ ডিসেম্বর ১২ ঘণ্টার এডিসি বন্ধের ডাক দিয়েছে তারা। আগরতলা প্রেস ক্লাবে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই ঘোষণা করেছেন দলের সহ–সভাপতি অনন্ত দেববর্মা ও সহকারী সাধারণ সম্পাদক মঙ্গল দেববর্মা। পাশাপাশি এই দাবিতে ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে দিল্লী অভিযানও করবে তারা। সংসদের শীতকালীন অধিবেশনে ত্রিপুরায় পৃথক রাজ্য ‘তুইপ্রাল্যান্ড’ চেয়ে দিল্লির যন্তরমন্তরে গণ অবস্থান ও র্যালি করা হবে বলে জানা গেছে। পরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংয়ের কাছে এই মর্মে দাবিও পেশ করবে তারা। দিল্লির কর্মসূচিতে ত্রিপুরা থেকে দলের অন্তত এক হাজার কর্মী অংশ নেবেন বলে জানানো হয়েছে।
এই বিষয়ে আইপিএফটি-র সহকারী সাধারণ সম্পাদক মঙ্গল দেববর্মা বলেন, ৫ ডিসেম্বর এডিসি এলাকায় ১২ ঘণ্টা বন্ধের পেছনে আরও ২টি দাবি রয়েছে। একটি হল, কেন্দ্রের নাগরিকত্ব সংশোধনী বিল ত্রিপুরায় যাতে কার্যকর করা না হয়। অন্যটি হল, এডিসি-তে বিভিন্ন ভিলেজ কমিটিতে প্রায় ১৫০০ শূন্যপদ পূরণে অবিলম্বে যাতে উপনির্বাচন করা হয়। সর্বোপরি রয়েছে, পৃথক রাজ্য ‘তুইপ্রাল্যান্ড’-এর দাবি। তবে রেল পরিষেবা বন্ধের আওতার বাইরে থাকবে বলে জানানো হয়েছে।
এদিকে, ১০ ডিসেম্বর রাজ্যের অপর জনজাতিভিত্তিক দল আইএনপিটি-ও নাগরিকত্ব সংশোধনী বিল প্রত্যাহারের দাবিতে ত্রিপুরায় ১২ ঘণ্টা জাতীয় সড়ক ও রেল অবরোধ করে রাখার ঘোষণা করেছে। ইতিপূর্বে ত্রিপুরায় জাতীয় নাগরিক পঞ্জিকরণ (এনআরসি) কার্যকরের দাবিকে আইপিএফটি সমর্থন করে বলে জানিয়েছিলেন দলের সাধারণ সম্পাদক তথা রাজ্যের উপজাতি কল্যাণমন্ত্রী মেবারকুমার জমাতিয়া। এই প্রসঙ্গে আইপিএফটি নেতাদের জিজ্ঞাসা করা হলে তাঁরা জানান, রাজ্যে এনআরসি কার্যকর করা তাদের দাবি নয়। দলের মূল দাবি একটাই এবং তা হল, পৃথক রাজ্য ‘তুইপ্রাল্যান্ড’। আর এই দাবিকে সামনে রেখেই ৫ ডিসেম্বর এডিসি-তে ১২ ঘণ্টার বন্ধ এবং ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে দিল্লি অভিযান করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।