সামনেই উত্তরপ্রদেশের বিধানসভা নির্বাচন। আর তাই রাজ্যে ভোটের আগে ফের হিন্দু ভোটে ভরসা করে কৌশল সাজাচ্ছে বিজেপি। এবার যেমন জন্মাষ্টমীতে মথুরায় মদ এবং মাংসের বিক্রি নিষিদ্ধ ঘোষণা করলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। সোমবার এই বিষয়ে রাজ্যের আধিকারিকদের পরিকল্পনা তৈরির নির্দেশও দিয়েছেন তিনি।
এমনকী এই ব্যবসার সঙ্গে জড়িতেদের অন্য কাজে নিয়োগের নিদানও দিয়েছেন যোগী। শ্রীকৃষ্ণের জন্মদিন উপলক্ষে লখনউয়ে একটি অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন আদিত্যনাথ। সেখানে তিনি বলেন, ‘মথুরাবাসীকে তাঁদের পুরনো ঐতিহ্য ফিরিয়ে আনতে হবে। সেই কারণে মদ বা মাংস বিক্রি ছেড়ে দুধ বিক্রি করুন। অতীতে প্রচুর পরিমাণে গবাদি পশুর দুধের ভাণ্ডার ছিল এই মথুরা।’ স্বাভাবিকভাবেই তাঁর এই সিদ্ধান্তকে ধর্মের রাজনীতি হিসাবেই দেখছে রাজনৈতিক মহলের একাংশ।