ফের ভাঙন ধরল গেরুয়াশিবিরে। এবার কালচিনির বিজেপির পুরনো মুখ নেপাল বর্মণ ও দলের এসটি মোর্চার জেলা সহ-সভাপতি রশ্মি বাগোয়ার সহ প্রায় ৫০০ অনুগামী তৃণমূলে যোগ দিলেন। এই দুজনের নেতৃত্বে এদিন দলে দলে তৃণমূলে নাম লেখান কালচিনির চুয়াপাড়া, ভূতরি, রাঙামাটি ও সেন্ট্রাল ডুয়ার্স এলাকা থেকে বিজেপির কর্মীরা।
উল্লেখ্য, কালচিনির সেন্ট্রাল ডুয়ার্স এলাকায় পানা নদীর ভাঙনে কজওয়ে উড়ে গিয়েছে ভেঙেছে রাস্তাও। রবিবার সাংসদ জন বারলা পানার ভাঙন দেখতে যান। সঙ্গে ছিলেন এলাকার বিধায়ক বিশাল লামা। তার একদিন পরেই গেরুয়া শিবিরে এই ভাঙন। দলত্যাগী বিজেপি কর্মীরা ব্যঙ্গ করে বলছেন, ‘প্রতিশ্রুতির সাংসদ’ হয়ে গিয়েছেন জন বারলা।