আইনজীবী পরিচয় দিয়ে প্রতারণার অভিযোগ। মামলা মিটিয়ে দেওয়ার নামে আর্থিক প্রতারণার দায়ে নাজিয়া ইলাহি খান নামে এক মহিলাকে গ্রেফতার করল গিরিশ পার্ক থানার পুলিশ। ধৃত বিজেপির সংখ্যালঘু সেলের সদস্য। পুলিস সূত্রে খবর, ধৃতের আইনজীবী হওয়ার কোনও প্রমাণ এখনও মেলেনি।
অভিযোগ, মামলা মিটিয়ে দেওয়ার নাম করে একাধিক ব্যক্তির থেকে টাকা নেন ধৃত নাজিয়া ইলাহি খান। বাগুইআটি থানায় তাঁর নামে একাধিক অভিযোগ জমা পড়ে। অভিযোগ দায়ের করেন সঞ্জীব আগরওয়াল নামে এক ব্যক্তি-ও। তাঁর দাবি, বিবাহ বিচ্ছেদের মামলার মিটিয়ে দেওয়ার নাম করে ৬ লক্ষ টাকা নিয়েছিলেন তিনি। কিন্তু সমস্যার সমাধান হয়নি।
এরপর ২০২০-তে গিরিশ পার্ক থানায় অভিযোগ দায়ের করেন ওই ব্যক্তি। তদন্তে নেমে বার কাউন্সিল, বার অ্যাসোসিয়েশনে চিঠি দেয় পুলিশ। সেখান থেকেই পুলিস সম্প্রতি নিশ্চিত হয়, নাজিয়া ইলাহি খানের আইনজীবী পরিচয় সঠিক নয়।
জানা গিয়েছে, পুলিশে অভিযোগ হওয়ায় দিল্লী-সহ বিভিন্ন জায়গায় পালিয়ে বেরাচ্ছিলেন নাজিয়া ইলাহি খান। তবে বৃহস্পতিবার সকালে ধরা পড়ে যান। গিরিশ পার্ক থানার পুলিশ তাঁকে গ্রেফতার করেন। তিন তালাক মামলার সঙ্গে যুক্ত ছিলেন নাজিয়া ইলাহি খান।