‘দুয়ারে সরকার’ প্রকল্পের সাফল্যে উচ্ছসিত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মাত্র ৮ দিনেই দুয়ারে সরকারের ক্যাম্পে এসেছেন ১ কোটি রাজ্যবাসী। টুইট করে নিজের উচ্ছাস প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী। জানালেন দুয়ারে সরকারের সাফল্যের কথা।
এদিন মুখ্যমন্ত্রী লেখেন, “আনন্দের সঙ্গে জানাচ্ছি, ২৪শে আগস্ট পর্যন্ত হিসেব অনুযায়ী দুয়ারে সরকারের ক্যাম্পে সরকারি সুবিধা নিতে ১ কোটি রাজ্যবাসী এসেছেন। এইবছর লক্ষ্মীর ভাণ্ডার, স্টুডেন্ট ক্রেডিট কার্ড, কৃষক বন্ধুর মতো নতুন প্রকল্প যুক্ত হয়েছে। আমরা মানুষের কাছে সরকারি সুবিধা পৌঁছে দিতে অবিরাম কাজ করে যাওয়ার শপথ নিচ্ছি। জনকল্যাণের জন্যে কাজ করবে সরকার।”