বৃহস্পতিবার সকালেই ‘দৈনিক ভাস্কর’ সংবাদপত্রের অফিসে হানা দিয়েছে আয়কর বিভাগ। এই খবর সামনে আসতেই মোদী সরকারের বিরুদ্ধে গর্জে উঠলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। লিখলেন, ‘সত্যের কন্ঠ রোধ করতে চাইছে কেন্দ্র’।
বৃহস্পতিবার দিল্লি, মধ্যপ্রদেশের ভোপাল, রাজস্থানের জয়পুর, গুজরাতের আমদাবাদ-সহ পত্রিকার বেশ কয়েকটি অফিসে হানা দিয়ে তল্লাশি চালায় আয়কর বিভাগ। এরপরই জোড়া টুইটে মোদী সরকারকে নিশানা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। লেখেন, ‘কোভিড পরিস্থিতি নিয়ন্ত্রণে মোদী সরকারের ব্যর্থতা তুলে ধরার কারণেই আয়কর বিভাগকে লেলিয়ে দেওয়া হয়েছে’।
এই ঘটনাকে গণতন্ত্রের উপর বিরাট আঘাত বলেও উল্লেখ করেন মমতা। কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার সত্যের কন্ঠ রুদ্ধ করতে চাইছে বলে আক্রমণ শানিয়ে সংবাদমাধ্যমের উদ্দেশ্যে লেখেন, ‘আপনারা শক্ত থাকুন। ঐক্যবদ্ধভাবেই আমরা এই স্বৈরচারী শক্তিকে পরাস্ত করব’। প্রসঙ্গত, শুধু ‘দৈনিক ভাস্কর’ নয়, ‘ভারত সমাচার’ নামে একটি টেলিভিশন চ্যানেলের দফতর ও তাঁদের সম্পাদকের বাড়িতেও তল্লাশি চালিয়েছে আয়কর বিভাগ।
মোদী সরকারের বিরুদ্ধাচারণ করলেই এজেন্সি লেলিয়ে দেওয়া হয়, এমন অভিযোগ ভদিন ধরেই তুলছেন বিরোধীরা। বুধবার একুশে জুলাইয়ের মঞ্চ থেকেও মমতা বলেছিলেন, ‘বিজেপি এখন এজেন্সিগুলির কনট্রাক্টর হয়েছে’। শরদ পাওয়ার, চিদম্বরমের উদ্দেশ্যে বলেছিলেন, ‘কী শরদজি, আপনাকে ছেড়েছে? চিদম্বরমজি, আপনাকে ছেড়েছে? আমার পার্টিকে রোজ জ্বালাতন করে’।