বাংলায় করোনার দ্বিতীয় ঢেউয়ে অনেকটাই রাশ টানা গেছে। আর বেশিদিন পর্যটকদের আটকে রাখা যাবে না, তার আন্দাজ পাওয়া গেছে দীঘায় গত সপ্তাহান্তের ভিড়ে। দিঘা, মন্দারমণি, তাজপুরের মতো পর্যটন কেন্দ্রগুলোতে ফের ভিড় বাড়াচ্ছেন পর্যটকরা। তাই এবার থেকে এইসব জায়গায় ঘুরতে যেতে হলে ভ্যাকসিনের দুটি ডোজ নেওয়ার প্রমাণপত্র লাগবে। সেটা যদি না থাকে, তাহলে করোনা পরীক্ষার নেগেটিভ রিপোর্ট দেখতে পারলেই এবার থেকে হোটেল, লজে থাকার অনুমতি পাওয়া যাবে।
আজ, সপ্তাহ শুরুর দিনেই এমন নির্দেশিকা জারি করেছে পূর্ব মেদিনীপুর জেলার মহকুমা প্রশাসন। জানা গিয়েছে, আজ থেকেই এই নির্দেশ জারি হবে। ইতিমধ্যেই নির্দেশিকার মাধ্যমে সমস্ত হোটেল, লজের মালিকপক্ষকে এই নির্দেশের কথা জানিয়ে দেওয়া হয়েছে। নির্দেশিকা না মানলে কড়া ব্যবস্থা নেওয়ার হবে বলে জানানো হয়েছে। দিঘা-শঙ্করপুর উন্নয়ন পর্ষদ এবং পুলিশ প্রশাসন, মহকুমা প্রশাসন মিলিতভাবে এই নির্দেশ জারি করেছে।
করোনার কারণে অনেক দিন বেড়ানো বন্ধ ছিল। যার ফলে পর্যটন শিল্পও ধাক্কা খেয়েছে। সম্প্রতি যশের কারণে ভয়াবহ ক্ষয়ক্ষতি হয়েছে দিঘা, মন্দারমণি, তাজপুর মতো এলাকায় । রাজ্যে করোনার প্রকোপ কিছুটা কমে আসায় ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক করার জন্য অনেক ক্ষেত্রেই বিধিনিষেধ তুলে নেওয়া হচ্ছে। আর বিধিনিষেধে ছাড় মিলতেই প্রচুর ভ্রমণ পিপাসু বাঙালি ঘুরতে যাচ্ছেন। এমনকি অন্য রাজ্য থেকে এরাজ্যে পর্যটকরা ধীরে ধীরে আসতে শুরু করেছেন।
এর ফলে মাস্ক, স্যানিটাইজার, দূরত্ববিধির মত নিয়ম অনেকেই মানছেন না বলে, ফের করোনা বাড়ার সম্ভবনা থেকেই যাচ্ছে। তাই সংক্রমণ রুখতেই এমন কড়া নির্দেশিকা জারি করা হয়েছে বলে জানাচ্ছে প্রশাসন। পূর্ব মেদিনীপুর মহকুমা প্রশাসক আদিত্য মোহন হিরানি জানিয়েছেন, ভ্যাকসিনের দুটি ডোজের সার্টিফিকেট বা করোনা পরীক্ষার নেগেটিভ রিপোর্ট থাকলেই ঘুরতে আসা যাবে।