এবার দলবদলের জল্পনা আরও বাড়িয়ে দিলেন বাগদার বিজেপি বিধায়ক বিশ্বজিৎ দাস। আজ, সোমবার তাঁকে দেখা গেল বিধানসভায় তৃণমূলের মুখ্য সচেতকের ঘরে বসে, দারুণ খোশমেজাজে আড্ডা দিচ্ছেন তৃণমূলের বিধায়কদের সঙ্গে। এই দৃশ্য দেখে স্বাভাবিক ভাবেই জল্পনা তুঙ্গে ওঠে। তাহলে কি তিনিও দল বদলানোর কথা ভাবছেন? উল্লেখ্য, শুধু তৃণমূল বিধায়কদের সঙ্গে আড্ডা দেওয়াই নয়, তিনি এর আগে বিজেপির পরিষদীয় দলের বৈঠকেও ছিলেন না।
প্রসঙ্গত, ২০১৬ সালে বিশ্বজিৎ দাস তৃণমূলের টিকিটেই জিতে বিধায়ক হয়েছিলেন। কিন্তু তার কয়েক বছর পরেই যোগ দেন বিজেপি-তে। আজ বিশ্বজিৎবাবুকে এই নিয়ে প্রশ্ন করা হলে তিনি হাসতে হাসতে উত্তর দেন, “আমি বিধায়ক। বিধায়কের কোনও দল হয় না। জনপ্রতিনিধি হিসেবে আমি যেখানে খুশি যেতে পারি, যার সঙ্গে খুশি কথা বলতে পারি।” শুধু তাই নয়, আজ বিজেপির পুর-অভিযান আছে ভুয়ো ভ্যাকসিন কাণ্ডের প্রতিবাদে। সেখানে যোগ দিতে কেন যাননি বিশ্বজিৎবাবু, এ প্রশ্ন করা হলে তিনি দাবি করেন, এমন কোনও অভিযানের কথা তিনি জানেন না।
তবে বিশ্বজিৎ দাসের দলবদলের জল্পনা আজ থেকে নয়। রাজ্যে বিধানসভা ভোটের তারিখ ঘোষণার আগে শেষবার যে বিধানসভা অধিবেশন বসেছিল, সেখানে এই বিশ্বজিৎ দাসকেই সকলের সামনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পা ছুঁয়ে প্রণাম করতে দেখা গিয়েছিল। সেদিনই গুজব রটেছিল, ভোটের আগেই দল পাল্টাতে পারেন বিশ্বজিৎ। কিন্তু তখন তা হয়নি, বিজেপির টিকিটেই জিতে বিধায়ক হন তিনি। কিন্তু এবার ফের তৃণমূল বিধায়কদের সঙ্গে বিধানসভার অন্দরে আড্ডা দিয়ে আলোচনার শীর্ষে এলেন তিনি।