জুলাই মাসের পয়লা তারিখ, অর্থাৎ আগামীকাল থেকে বদল আসছে প্রয়োজনীয় কিছু পরিষেবায়। নয়া নিয়ম আনতে চলেছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। বদলাতে চলেছে এর এটিএম কার্ড সংক্রান্ত পলিসিও। ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইল করার পদ্ধতিতেও আসতে চলেছে জরুরি বদল। সব মিলিয়ে কী কী পরিবর্তন হচ্ছে জুলাই থেকে, দেখে নেওয়া যাক একনজরে।
উল্লেখ্য, জুলাইয়ের এক তারিখ থেকে নির্দিষ্ট সংখ্যক অর্থকরী লেনদেনের পর, এটিএম থেকে অন্য লেনদেনের জন্য দিতে হবে প্রয়োজনীয় মূল্য। লেনদেন পিছু পনেরো টাকা করে ধরছে এসবিআই। সঙ্গে যোগ হবে জিএসটি। বদল আসছে চেকবুক ব্যবহারের ক্ষেত্রেও। এর পাশাপাশি এলপিজি গ্যাস সিলিন্ডারের দামে আসতে চলেছে বড় বদল। তবে দাম বাড়তে চলেছে নাকি কমতে সে বিষয়ে বিশেষ কিছু বলা হয়নি। এলপিজি সিলিন্ডারের দাম প্রতি মাসের প্রথম দিনে স্থির করা হয়। সেই হিসেবে জুলাইয়ের প্রথম দিনেই বদল হবে সিলিন্ডারের দামে।
এছাড়াও যে সকল নাগরিক টানা দু বছর বা তার বেশি সময়ের জন্য ইনকাম ট্যাক্স রিটার্ন জমা করেননি, তাদের জন্য ট্যাক্স ডিডাকশন আ্যাট সোর্স-এর হার বাড়াতে চলেছে কেন্দ্রীয় সরকার। ফিনান্স ধারা ২০২১ অনুযায়ী যাদের বার্ষিক টিডিএস-এর পরিমাণ পঞ্চাশ হাজার টাকার বেশি, তাদের প্রতি এই নয়া নিয়ম লাগু হতে চলেছে।।জুলাই মাস থেকেই গ্রাহকরা পেতে চলেছেন নতুন আইএফএসসি কোডও। যেহেতু কানাড়া ব্যাঙ্ক ও সিন্ডিকেট ব্যাঙ্কের সংযুক্তিকরণ হচ্ছে, ফলত গ্রাহকদের হাতেও আসবে নয়া আইএফএসসি কোড।