কোনও আর্থিক প্যাকেজ নয়। বরং আরও একটা মিথ্যা প্রতিশ্রুতি। এভাবেই অর্থমন্ত্রীর ঘোষিত আর্থিক প্যাকেজের সমালোচনা করলেন রাহুল গান্ধী। সোমবার ধুঁকতে থাকা অর্থনীতি চাঙা করতে আট দাওয়াই পেশ করেন নির্মলা সীতারমণ। যদিও সেই দাওয়াইকে কেন্দ্রের ঋণনীতি বলেই কটাক্ষ করেছেন বিরোধীরা। গরিবদের হাতে নগদ তুলে না দিয়ে ঋণ প্রদান করে তাঁদের আরও ঋণগ্রস্ত করে তুলছে কেন্দ্র। এ ভাষাতেই সরব হয়েছিলেন অর্থনীতিবিদরা।
এদিন হিন্দীতে টুইট করে সেই পদক্ষেপের সমালোচনায় সরব রাহুল গান্ধী। তিনি বলেন, ‘অর্থমন্ত্রীর প্রদান করা আর্থিক প্যাকেজ দিয়ে কোনও পরিবার জীবন নির্বাহ করতে পারবে না। তাঁদের থাকা-খাওয়া, ওষুধ, শিশুশিক্ষা কিছুই সেই টাকায় পূরণ হবে না। এটা কোনও প্যাকেজ নয় বরং আরও একটা মিথ্যা প্রতিশ্রুতি।‘
এদিকে, করোনার কারণে ধুঁকতে থাকা শিল্পগুলোকে উজ্জীবিত করতে আর্থিক ত্রাণ ঘোষণা অর্থ মন্ত্রকের। সোমবার কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ ৮টি পৃথক আর্থিক ত্রাণ প্রকল্প ঘোষণা করেন। সেই ৮টি প্রকল্পের মধ্যে ৪টি নতুন এবং একটি স্বাস্থ্য পরিকাঠামো উন্নয়ন কল্পে ঘোষণা করা হয়েছে। এদিন এমনটাই জানান অর্থমন্ত্রী। মূলত সঙ্কটে থাকা অর্থনীতিকে চাঙ্গা করতেই অর্থ মন্ত্রকের এই এই ৮ দাওয়াই।
মোট ১ লক্ষ ১০ হাজার কোটি টাকার লোন নিশ্চয়তা প্রকল্পের ঘোষণা করেছেন। কোভিড প্রকল্পে ধুঁকতে থাকা শিল্পকে উজ্জীবিত করতে এই লোন প্রদান করা হবে। এই কর্মসূচিতে বার্ষিক ৭.৯৫ শতাংশ সুদে ১০০ কোটি টাকা পর্যন্ত ঋণ পাবে শিল্পসংস্থাগুলি। গ্যারেন্টার হিসেবে থাকবে কেন্দ্র।