দক্ষিণ কলকাতা এবং আলিপুরকে কেন্দ্র করে নতুন করে একটি ‘ক্লিন ও গ্রিন সিটি’ প্রকল্প হাতে নিয়েছে সরকার। প্রকল্পটি বাস্তবায়িত করতে খরচ হবে ৭ হাজার কোটি টাকা। বিশ্ববাংলা শারদসম্মান প্রদান অনুষ্ঠান মঞ্চ থেকে এই ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
মমতা বলেন, ‘আলিপুরকে ঘিরে ‘গ্রিন ও ক্লিন সিটি’ প্রকল্প হাতে নিয়েছি আমরা। এই প্রকল্পে আলিপুরকে ঢেলে সাজানো হবে। এখানে কলকাতার সাধারন মানুষ যাতে থাকতে পারেন তার ব্যবস্থাও করা হবে’। সংরক্ষণের পর বাকি অংশে মধ্যবিত্তদের জন্য আবাসন তৈরির ভাবনাও সরকারের আছে বলে জানান মুখ্যমন্ত্রী।
অনুষ্ঠান মঞ্চ থেকেই বারুইপুর কেন্দ্রীয় সংশোধনাগারের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। বক্তৃতায় সেই প্রসঙ্গে মমতা বলেন, ‘প্রথমে আলিপুর সেন্ট্রাল জেল গেল। এরপর প্রেসিডেন্সি জেলকে বারুইপুর নিয়ে যাওয়া হবে। আলিপুর জেল অনেক পুরনো, স্যাঁতস্যাঁতে পরিবেশের হয়ে গিয়েছে। বহু ইতিহাস ওখানে রয়েছে। সেগুলি সংরক্ষণ করা হবে’।