দেড় দশক পর নতুন করে গুজরাট দাঙ্গা মামলায় অস্বস্তিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গুজরাট দাঙ্গায় মোদীর ‘ক্লিনচিটের’ বিরোধিতা করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন প্রাক্তন সাংসদ এহসান জাফরির স্ত্রী জ়াকিয়া জাফরি। তাঁর এই আবেদন শুনতে রাজি হল সুপ্রিম কোর্ট। আগামী সোমবার ১৯ নভেম্বর মামলার শুনানি হবে। গোটা ঘটনায় লোকসভা ভোটের আগে মোদী-সহ বিজেপির ওপর চাপ বাড়ল বলে মনে করছে ওয়াকিবহাল মহল।
বিচারপতি এ এম খানউইলকরের নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চ এই মামলা পুনরায় শুরু করার সিদ্ধান্ত নিয়েছে। বিচারপতি খানউইলকর জানিয়েছেন, মুখবদ্ধ খামে পেশ করা সিটের রিপোর্ট আর একবার খতিয়ে দেখার প্রয়োজনীয়তা আছে। তাই আগামী সোমবার এই মামলা ফের শোনা হবে।
২০০২ সালে ২৮ ফেব্রুয়ারি আমেদাবাদের গুলবার্গ সোসাইটিতে দাঙ্গায় ৬৯ জনকে হত্যা করা হয়। মৃতদের মধ্যে ছিলেন প্রাক্তন কংগ্রেস সাংসদ এহসান জাফরিও। তাঁর স্ত্রী জ়াকিয়া অভিযোগ করেন, বাড়ি থেকে বার করে তাঁর স্বামীকে প্রকাশ্যে আগুনে পুড়িয়ে হত্যা করা হয়। সে সময় পুলিস, একাধিক নেতার সাহায্য চাইলেও, কেউ এগিয়ে আসেননি। তারপর থেকেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তথা গুজরাট বিজেপির শীর্ষ নেতাদের বিরুদ্ধে লাগাতার আইনি লড়াই চালিয়ে যাচ্ছেন তাঁর স্ত্রী জাকিয়া জাফরি।
দীর্ঘ ১৫ বছর পর ২০১৭ সালে সুপ্রিম কোর্ট নির্বাচিত বিশেষ তদন্তকারী দল মোদী-সহ গুজরাটের শীর্ষ পুলিশ আধিকারিকদের বিরুদ্ধে ওঠা সব অভিযোগ খারিজ করে তাঁকে ক্লিনচিট দেওয়া হয়। ততদিনে অবশ্য মোদি প্রধানমন্ত্রী হয়ে গিয়েছেন। স্বাভাবিকভাবেই বিরোধীরা আবারও তদন্ত প্রভাবিত করার অভিযোগ আনেন। সেই সিদ্ধান্তের বিরুদ্ধে প্রথমে গুজরাট হাই কোর্টে মামলা করেন জাকিয়া জাফরি। কিন্তু গুজরাট হাই কোর্ট তাঁর সেই পিটিশন খারিজ করে দেয়। এবার গুজরাট হাই কোর্টের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে শীর্ষ আদালতে আবেদন জানান জাকিয়া। সর্বোচ্চ আদালত আজ মঙ্গলবার জানিয়েছে, আগামী সোমবার মামলার প্রথম শুনানি হবে।