গ্যাসের প্রয়োজন নেই আর, আগুন এখন গ্যাসের দামই। কমার নাম গন্ধও নেই, উল্টে উৎসবের মরশুমে আবারও বাড়ল রান্নার গ্যাসের দাম। মোদী সরকারের নয়া অজুহাত, ডিলারদের কমিশন বৃদ্ধির ফলেই ফের দাম বাড়ানো হল গ্যাসের। ফলে ‘আচ্ছে দিন’-এর ঠেলায় এবার সিলিন্ডার পিছু রান্নার গ্যাসের দাম বেড়ে গেল ২ টাকা।
এর আগে এ মাসের ১ তারিখেই জিএসটি বৃদ্ধির জন্য দাম বেড়েছিল সিলেন্ডার পিছু ২.৯৪ টাকা। আর ঠিক তার ন’দিনের মাথায় বাড়ল আরও ২ টাকা। আসলে মূল দামের ওপর জিএসটি বৃদ্ধির ফলে জুন থেকে প্রতি মাসেই বেড়ে চলেছে রান্নার গ্যাসের দাম। এই ক’মাসে সব মিলিয়ে দাম বেড়েছে ১৬.২১ টাকা।
শুক্রবার পেট্রোলিয়াম মন্ত্রকের নির্দেশে বলা হয়, ২০১৭-র সেপ্টেম্বরে শেষ যে হারে ডিস্ট্রিবিউটরদের কমিশন স্থির হয়েছিল, তাতে ১৪.২ কেজির সিলিন্ডার পিছু ৪৮.৮৯ টাকা এবং ৫ কেজির সিলিন্ডার পিছু ২৪.২০ টাকা কমিশন দেওয়া হয়। এর মধ্যে পরিবহন খরচ ও কর্মীদের বেতন ইত্যাদি বেড়েছে। ফলে নতুন হার চূড়ান্ত না হওয়া অব্দি সিলিন্ডার পিছু ২ টাকা বাড়ানো হল।
প্রসঙ্গত, ভর্তুকিযুক্ত এবং ভর্তুকিবিহীন–উভয়প্রকার গ্যাসের দামই বেড়েছে। কলকাতায় ১৪.২ কেজির সিলিন্ডারে ভর্তুকিযুক্ত গ্যাসের নতুন দাম ৫১১ টাকা এবং ভর্তুকিবিহীন গ্যাসের দাম বেড়ে দাঁড়িয়েছে ৯৭২ টাকা। ফলে মধ্যবিত্তের মাথায় দেখা দিয়েছে চিন্তার ভাঁজ। মাত্র ন’দিনের মাথায় দ্বিতীয়বার দাম বাড়ায়, ক্ষোভও বেড়েছে মানুষের মনে।