বাংলায় পঞ্চম দফার ভোটগ্রহণ শুরুর কয়েক ঘণ্টা আগে আরেকটি ফোনালাপের অডিও প্রকাশ্যে আনল বিজেপি। দলের সর্বভারতীয় আইটি সেলের প্রধান তথা পশ্চিমবঙ্গের ভোটের দায়িত্বপ্রাপ্ত অন্যতম নেতা অমিত মালব্যের অভিযোগ, ফোনের একপ্রান্তে রয়েছেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অন্য প্রান্তে, তৃণমূলের কোচবিহার জেলা সভাপতি তথা শীতলকুচি কেন্দ্রের তৃণমূল প্রার্থী পার্থপ্রতিম রায়। যদিও ওই অডিও ক্লিপের সত্যতা যাচাই করেনি ‘এখন খবর’।
অডিওটিতে শোনা যাচ্ছে, এক মহিলাকণ্ঠ (যা মমতার বলে বিজেপির দাবি) গত ১০ই এপ্রিল চতুর্থ দফার ভোটে শীতলকুচিতে কেন্দ্রীয় বাহিনীর গুলিতে চার ব্যক্তির মৃত্যুর ঘটনা নিয়ে ফোনে আলোচনা করছে। ফোনের অপরপ্রান্তের পুরুষকে (যিনি ‘দিদি’ বলে মহিলাকণ্ঠকে সম্বোধন করেছেন) পরবর্তী রাজনৈতিক কৌশল নিয়ে নানা নির্দেশও দিচ্ছেন তিনি।
এই ঘটনায় তৃণমূলের দুই রাজ্যসভা সাংসদ সুখেন্দুশেখর রায় এবং ডেরেক ও’ব্রায়েন ফোন আড়িপাতার অভিযোগ তুলেছেন কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে। সুখেন্দুশেখর সাংবাদিক বৈঠকে বলেন, “আমাদের দলনেত্রীর সঙ্গে যদি আমাদেরই দলের কোনও প্রার্থীর কথা হয়, তা হলে আপত্তির কী আছে!” তাঁর দাবি, মমতা ঘটনার (শীতলকুচির গুলি-কাণ্ড) কথা জানতেন না। পার্থপ্রতিমের কাছে ঘটনার বিবরণ শুনে উত্তেজিত হয়েছেন এবং প্রতিক্রিয়া জানিয়েছেন।