বিতর্ক যেন পিছুই ছাড়ছে না সিবিআইয়ের। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার অফিসার অজয়কুমার বসসি সুপ্রিম কোর্টে নিজের বদলি চ্যালেঞ্জ করে মোদী সরকারের মাথাব্যথা বাড়িয়েছিলেন। এবার এই মামলায় দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হলেন আরেক সিবিআই আধিকারিক অতিরিক্ত পুলিস সুপার এস এস গুর্ম।
বুধবার আদালতে পিটিশন দায়ের করে তিনি জানালেন, অপসারিত সিবিআই অধিকর্তা রাকেশ আস্থানার বিরুদ্ধে এফআইআর একদম বৈধ। তিনি ঘুষ নিয়েছেন। আর এখন বাঁচতে আদালতকে বিপথে পরিচালনা করছেন। তাঁকে বাঁচানোর চেষ্টা করছে সিবিআইও। এমনকি এই মামলায় নিজে সাক্ষ্যও দিতে চেয়েছেন গুর্ম। ফলে আরও বিপাকে অপসারিত সিবিআই অধিকর্তা রাকেশ আস্থানা।
পিটিশনে গুর্মের বক্তব্য, রাকেশ আস্থানার বিরুদ্ধে ৩৬ কোটি টাকা ঘুষ নেওয়ার অভিযোগ সত্য। আর সেই অভিযোগ থেকে বাঁচতেই আদালতে মামলা খারিজ করার আবেদন করেছেন তিনি। পাশাপাশি, আদালতকে বিপথে চালিত করতে তিনি সম্পূর্ণ তথ্য দেননি। বদলে স্বল্প কিছু তথ্যই আদালতে পেশ করেছেন।
তিনি আরও জানিয়েছেন, সিবিআই যে সর্বতভাবে আস্থানাকে বাঁচানোর চেষ্টা করছে, তার প্রমাণও রয়েছে। তাছাড়া, কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ‘র’-এর সামন্ত গোয়ালের সঙ্গে আস্থানার গোপন বোঝাপড়া আছে। গত বছর ৩ কোটি টাকা ঘুষ নিয়েছেন আস্থানা। তাই তিনি আস্থানার পিটিশন খারিজ করার আবেদনও জানিয়েছেন। প্রসঙ্গত, এ কে বসসির মত গুর্মও রয়েছেন বদলির তালিকায়। তাঁকে বদলি করা হয়েছে জব্বলপুরে।