ওসমান দেম্বেলে ছিলেন। ছিলেন ম্যালকমও। কিন্তু তাদের রেখে মিডফিল্ডার রাফিনহাকে লিওনেল মেসির জায়গায় খেলালেন কোচ এরনেস্তো ভালভেরদে। আর কেন তাকে খেলিয়েছেন তা কড়ায়গণ্ডায় বুঝিয়ে দিয়েছেন এই ব্রাজিলিয়ান। দারুণ এক গোলে দলকে এগিয়ে দেন তিনি। শেষ দিকে জোর্দি আলবার আরেক গোলে ইন্টার মিলানের বিপক্ষে সহজ জয় নিয়েই মাঠ ছেড়েছে বার্সেলোনা। অন্যদিকে গ্যালারিতে বসেও সব আলো নিজের উপরই রেখেছিলেন আর্জেন্টাইন মহাতারকা। ঘুরেফিরে ক্যামেরা খুঁজে নিচ্ছিলো তাকেই।
চ্যাম্পিয়ন্স লিগে সাফল্যের ধারা ধরে রেখে এদিন ম্যাচের প্রায় পুরোটা সময় আধিপত্য বিস্তার করে খেলে বার্সেলোনা। ন্যু ক্যাম্পে নিয়মিত অধিনায়ক মেসিকে ছাড়াই তাদের জয়টি আসে ২-০ গোলের ব্যবধানে। তবে জয়টি হতে পারতো আরও বড়। লুইস সুয়ারেজ ও ফিলিপ কুটিনহো বেশ কিছু সহজ সুযোগ মিস করেছেন। ৬৭ শতাংশ বল পায়ে রেখে মোট ২১টি শট নেয় তারা। যার মধ্যে লক্ষ্যে ছিল ১১টি।
মেসির অভাবটা বুঝতেই দেননি সুয়ারেজ-কুটিনহোরা। প্রথম থেকে ইন্টার মিলানের ডিবক্সে চাপ সৃষ্টি করে বার্সেলোনা। যদিও সেই তুলনায় ফলাফলটা আসতে বেশ অপেক্ষায় করতে হয়েছে স্বাগতিকদের। ৩২ মিনিটের মাথায় সুয়ারেজের বাড়ানো বল থেকে দুর্দান্ত এক গোল করে দলকে এগিয়ে দেন রাফিনহা। প্রথমার্ধে কোনো দলই আর গোলের দেখা পায়নি।
৮৩ মিনিটের মাথায় গোল করে বার্সেলোনার জয় অনেকটাই নিশ্চিত করে ফেলেন দলের অভিজ্ঞ ফুটবলার জোর্দি আলবা। চ্যাম্পিয়নস লিগের ‘বি’ গ্রুপে পরপর তিন জয় থেকে নয় পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে বার্সেলোনা। দুই জয়ে ছয় পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে ইন্টার মিলান।