অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম টেস্টে অ্যাডিলেডে গোলাপি বলের টেস্টে লজ্জাজনক হারের সম্মুখীন হয়েছিল বিরাট কোহলির নেতৃত্বাধীন ভারতীয় দল। সেই ম্যাচে ৩৬ রানের লজ্জার পর বিরাট কোহলির দেশে ফিরে আসা ভারতীয় দলকে আরও বিপর্যস্ত করে দেবে বলে অনেক প্রাক্তন খেলোয়াড়ই মনে করেছিলেন। ভারত ৪-০ হারতে পারে বলেও কেউ কেউ ভবিষ্যদ্বাণী করেছিলেন। যাবতীয় দায়িত্ব তখন রাহানের কাঁধে এসে পড়তে শুরু করেছে। এমন সময় রাহানে পেয়েছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়ের ভরসা। সরাসরি দলের স্টপগ্যাপ অধিনায়ককে ফোন করেছিলেন বিসিসিআই প্রেসিডেন্ট।
ভারতীয় দলের অন্যতম সেরা অধিনায়কের সেই ফোন যে রাহানের মনোবল অনেকটাই বাড়িয়ে দিয়েছিল, তা বলাই বাহুল্য। অ্যাডিলেড টেস্টের পর সৌরভ ফোন করেন রাহানেকে। অস্ট্রেলিয়া থেকে ২-১ ব্যবধানে সিরিজ জিতে ফেরা রাহানে বলেন, “অ্যাডিলেড টেস্টের পর দাদা ফোন করে আমাকে। আমায় বলে, “শক্ত থাকো, নিজের ওপর বিশ্বাস রাখো। সাথে দলের ওপরও।” রাহানের মত, দাদার এই পেপ টকই চাঙ্গা করে দিয়েছিল তাঁকে।
উল্লেখ্য, বহুদিন অধিনায়ক হিসেবে ভারতীয় দলকে আগলে রেখেছিলেন সৌরভ। বিসিসিআই প্রধান হিসেবে এখনও ভারতীয় দলের সেবা করে চলেছেন মহারাজ। বিরাট ফিরে আসায় দল যে মনোবল হারিয়ে ফেলতে পারে, তা বেশ ভালমতই আন্দাজ করেছিলেন তিনি। জানতেন বিরাটের অবর্তমানে ক্যাপ্টেন্সির ব্যাটন উঠবে রাহানের হাতে, তাই সরাসরি তাঁকেই মনোবল বাড়াতে ফোন করেছিলেন সৌরভ। যার ফলও আসে হাতেনাতে। প্রথম টেস্টে লজ্জার হারের পরেও শেষ অবধি রাহানের নেতৃত্বেই টেস্ট সিরিজ জিতে নেয় ভারত।