দিন দুয়েক আগেই ‘মির্জাপুর’ নির্মাতাদের বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছে। উত্তরপ্রদেশের মির্জাপুর শহরের ভাবমূর্তি নষ্ট করা থেকে শুরু করে, সামাজিক সহিষ্ণুতা লঙ্ঘন, ধর্মীয় ভাবাবেগে আঘাতের মতো একাধিক অভিযোগ উঠেছে এই ওয়েব সিরিজের প্রযোজক রীতেশ সিধওয়ানি, ফারহান আখতার, ভৌমিক কোন্ডালিয়ার বিরুদ্ধে। এবার দেশের শীর্ষ আদালতের তরফে নোটিস গেল সংশ্লিষ্ট ওয়েব সিরিজের নির্মাতাদের কাছে।
মির্জাপুরেরই এক বাসিন্দা অরবিন্দ চতুর্বেদী এই ওয়েব সিরিজের নির্মাতাদের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছিলেন মির্জাপুরের কোতওয়ালি দেহাত পুলিশ স্টেশনে। উদ্দেশ্যপ্রণোদিতভাবে ধর্মীয় বিশ্বাসে আঘাত হানা এবং অশালীন কন্টেন্ট প্রদর্শনের জন্য ভারতীয় সংবিধানের মোট তিনটি ধারায়- ২৯৫এ, ৫০৪ এবং ৫০৫ ধারায় অভিযোগ দায়ের করা হয়েছে ফারহান আখতার, রীতেশ সিধওয়ানি ও ভৌমিক কোন্ডালিয়ার বিরুদ্ধে।
সুপ্রিম কোর্টে মামলা দায়েরকারীর অভিযোগ, ‘মির্জাপুর’-এর দ্বিতীয় সিজনে উত্তরপ্রদেশকে অপরাধপ্রবণ জায়গা হিসেবে দেখানো হয়েছে। যেখানে কিনা সবসময়ে খুন-রাহাজানি কিংবা যাবতীয় বেআইনি কাজকর্ম হয়। আর সেই প্রেক্ষিতেই আমাজন প্রাইমের এই ওয়েব সিরিজ নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে এসকে কুমার নামে জনৈক ব্যক্তি। স্বাভাবিকবশতই রোষানল থেকে বাদ যায়নি ওটিটি প্ল্যাটফর্ম আমাজন প্রাইমও। সুপ্রিম কোর্টের তরফে নোটিস গিয়েছে সংশ্লিষ্ট চ্যানেল কর্তৃপক্ষের কাছেও।