তৃণমূলে যোগ দিলেন সিএবি-র প্রাক্তন সচিব বিশ্বরূপ দে। সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় এবং সুখেন্দুশেখর রায়ের উপস্থিতিতে জোড়াফুল শিবিরে যোগ দিয়ে বিশ্বরূপ বলেন, ‘মমতা বন্দ্যোপাধ্যায়ের স্পিরিট দেখেই তৃণমূলে যোগ দিলাম।’ তাঁর সঙ্গে আরও ১২৫ জন সাধারণ মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের দলে যোগ দিলেন বলে জানান সিএবি-র প্রাক্তন সচিব।
তৃণমূলে যোগদানের পর এদিন সাংবাদিক বৈঠকে বিশ্বরূপ দে বলেন, ‘আমি তৃণমূল কংগ্রেসের অন্ধভক্ত নই। তবে, মমতা বন্দ্যোপাধ্যায়ের স্পিরিট দেখেই যোগ দিলাম। বাংলাকে বাঁচাতে সকলকে একযোগে তৃণমূলের পতাকার তলায় আসতে হবে। আজ আমি ছাড়াও আরও ১২৫ জন যোগ দিলেন। সকলেই সাধারণ মানুষ।’
তৃণমূলে যোগ দিয়েই লড়াইয়ের বার্তা দিয়েছেন বিশ্বরূপ দে। সিএবি-র প্রাক্তন সচিব বলেছেন, ‘ইনিংস যখন শুরু করেছি, ম্যাচ জিতিয়েই ছাড়ব। আমি টিম স্পিরিটে বিশ্বাস করি।’ বিশ্বরূপ দে-র কথায়, বাংলাকে আমরা দুর্বৃত্তের হাতে তুলে দিতে পারি না। বাংলাকে বাঁচাতে হবে। সেজন্য আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে নরেন্দ্র মোদী, অমিত শাহ, রাজ্যপাল জগদীপ ধনকরের বিরোধিতার মোকাবিলা করছেন, তাঁর হাত শক্ত করতেই আমাদের যোগদান।’
তৃণমূলে যোগ দিয়ে বিশ্বরূপ দে-র প্রচ্ছন্ন বার্তা, আমরা মাঝপথে ছেড়ে দেব না। আমরা শেষ পর্যন্ত থাকব। বাংলাকে বাঁচাতেই হবে। মমতার স্পিরিটের প্রসঙ্গ যেমন উঠে আসে, তেমনই ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সুনীল গাভাসকারের লড়াই, ভাঙাচোরা দল নিয়ে অজিঙ্কা রাহানের ভারতের অজি-বধের কথাও উঠে আসে তাঁর কথায়।