যখনই বিভিন্ন ইস্যুতে বিজেপি তথা মোদী সরকারকে চেপে ধরেছে তারা, তখনই তাদের দিকে কেন্দ্রীয় এজেন্সি লেলিয়ে দিয়ে প্রতিহিংসার রাজনীতির আশ্রয় নিয়েছে কেন্দ্র— মোদী জমানায় বারবারই এই অভিযোগ করে এসেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়-সহ দেশের অন্যান্য বিরোধী নেতা-নেত্রীরা। এই অভিযোগ যে আদৌ ভ্রান্ত নয়, আগেও মিলেছে তার প্রমাণ। সেই ধারা বজায় রেখেই পাঞ্জাব অ্যান্ড মহারাষ্ট্র কো-অপারেটিভ ব্যাঙ্ক দুর্নীতির মামলায় ডাক পড়েছে সঞ্জয় রাউতের স্ত্রী বর্ষা রাউতের। আগামী ২৯ ডিসেম্বর তাঁকে হাজিরা দিতে বলেছে ইডি। এ নিয়ে এবার আসরে নামলেন শিবসেনা সাংসদ। ইডির ওই তলবের পেছনে যে বিজেপিই রয়েছে তেমনই ইঙ্গিত করলেন তিনি। পাশাপাশি তাঁর হুঁশিয়ারি, আমার হাতেও বিজেপি নামের একটি ফাইল রয়েছে।
স্ত্রীকে ইডির তলব প্রসঙ্গে সঞ্জয় রাউত বলেন, রাজনৈতিক লড়াই সামনাসামনি লড়া উচিত। এ নিয়ে মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরের সঙ্গে কথা বলেছি। আতঙ্কিত হচ্ছি না। শিবসেনা এর উত্তর দেবে। সোমবার রাউত সংবাদমাধ্যমে বলেন, ‘ইডি, সিবিআই, ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের গুরুত্ব কমে যাচ্ছে। আগে যখন এইসব তদন্তসংস্থা কোনও পদক্ষেপ নিলে মানুষ মনে করত কোনও গুরুতর বিষয় ঘটেছে। কিন্তু গত কয়েক বছর দেখা যাচ্ছে একটি নির্দিষ্ট রাজনৈতিক দল যখন তার রাগ কারও ওপরে ঝাড়ার চেষ্টা করছে তখনই ওইসব সংস্থা সক্রিয় হয়েছে। আমার কাছেও বিজেপি-র ওপরে একটা ফাইল রয়েছে। ওই ফাইলে নাম রয়েছে ১২১ জনের। ওইসব নাম আমি শীঘ্রই আমি ইডিকে দেব। ওইসব লোকজনের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ৫ বছর লেগে যাবে।’