কেন্দ্রের নয়া কৃষি আইন প্রত্যাহারের দাবিতে সেই নভেম্বর থেকে দিল্লী সীমান্তে আন্দোলনে করছেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা কৃষকরা। সরকারের সঙ্গে একাধিক বৈঠকের পরেও কোনও সমাধানসূত্র না মেলায় প্রতিদিনই তা ধারেভারে আরও বাড়ছে। তবে রাজধানীতে কৃষক বিক্ষোভের আঁচ বৃদ্ধি পেলেও নিরুপদ্রবেই রয়েছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। বরং তীব্র শীতের কামড় উপেক্ষা করে রাজধানীতে কৃষক বিক্ষোভের পারদ চড়লেও শারীরিক ফিটনেসে মনোনিবেশ করেছেন তিনি। দিউয়ের ঘোগলা সৈকতে সূর্যোদয়ের সময় কুর্তা-পাজামা-হাতকাটা জ্যাকেট পরে স্নিকার পায়ে গলিয়ে তাঁকে জগিং করতে দেখা গিয়েছে টুইটারে রাষ্ট্রপতি ভবনের তরফে পোস্ট করা ভিডিও ক্লিপিংয়ে।
ওই পোস্টে রাষ্ট্রপতি মন্তব্য করেছেন, ‘দিউয়ের শান্ত ঘোগলা সৈকতে জগিং করলাম। ২০২১ সালে প্রবেশ করতে চলেছি যার আগে এক কঠিন বছর আমাদের সকলের পরীক্ষা নিয়েছে। আসুন আমরা সকলে ফিট ও সুস্থ্য থাকার প্রয়াস করি। আগামী বছর আমাদের সকলের জীবনে সুস্বাস্থ্য ও সমৃদ্ধি নিয়ে আসুক।’ রাষ্ট্রপতির এই পোস্টেই ধেয়ে এসেছে নেটিজেনদের একাংশের কটাক্ষ। প্রতিক্রিয়া জানিয়ে একজন যেমন মন্তব্য করেছেন, ‘প্রিয় রাষ্ট্রপতি, আপনি আগামী বছরের কথা চিন্তা করছেন ও সৈকতে জগিং করছেন, আর আপনার দেশের মানুষ এই শীতে নিজেদের অধিকারের জন্য লড়াই করে রাস্তায় মরছে, যদিও সেই সমস্যার সমাধান করার জন্য আপনার কাছে সময় নেই। কয়েক প্রজন্ম আপনার ও মোদী সরকারের এই যৌথ উদ্যোগের কথা মনে রাখবে।’