নাগেরবাজারে বিস্ফোরণে মৃত শিশু বিভাস ঘোষের পরিবারকে ২ লক্ষ টাকা দেওয়ার কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি বিস্ফোরণে গুরুতর আহত ৪ জনকে পঞ্চাশ হাজার টাকা করে দেওয়া হবে বলেও জানিয়েছেন তিনি।
নবান্নের তরফে ইতিমধ্যেই দমদম পুরসভায় টাকা পাঠিয়ে দেওয়া হয়েছে। আগামী কাল অর্থাৎ বৃহস্পতিবার পুরসভার মাধ্যমে মৃত বিভাসের পরিবারের হাতে ২ লক্ষ টাকা তুলে দেওয়া হবে বলে জানা গেছে। দমদমের চেয়ারম্যান পাচু রায় জানিয়েছেন, সমস্ত কাউন্সিলারের উপস্থিতিতে ঘটনাস্থলে দাঁড়িয়ে নিহত ও আহতদের পরিবারের হাতে চেক তুলে দেওয়া হবে।
অন্যদিকে, বিভিন্ন বিস্ফোরণের ঘটনায় জেলবন্দিদের জেরা করে নাগেরবাজার বিস্ফোরণের তল পেতে চাইছে পুলিশ। বিগত এক বছরে বিস্ফোরণের ঘটনায় কারা কারা ধরা পড়েছে, তাদের বর্তমান অবস্থা কী, সেসবেরও খোঁজ খবর চলছে। তার ভিত্তিতেই বিভিন্ন জেলে গিয়ে সংশ্লিষ্টদের জিজ্ঞাসাবাদের অনুমতি চেয়ে আদালতের কাছে আবেদন জানানো হবে বলেও জানা গেছে।