কেন্দ্রের নয়া কৃষি আইন প্রত্যাহারের দাবিতে দিল্লী সীমানা লাগোয়া এলাকায় আন্দোলনে নেমেছেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা কৃষকরা। দু’বার সরকার পক্ষের সঙ্গে কৃষকদের বৈঠকে কোনও রফা মেলেনি। আর তার জেরেই আজ, মঙ্গলবার ভারত বনধ ডেকেছে কৃষক সংগঠনগুলি। কংগ্রেস, এনসিপি, ডিএমকে, আপ, আরজেডি, সপা, বসপা, উপত্যকার গুপকর দল, তৃণমূল-সহ ১৮টি রাজনৈতিক দলের সমর্থন পেয়ে ইতিমধ্যেই সফল সেই বনধ। এবার আন্দোলনের এই ব্যাপক চেহারা দেখেই তড়িঘড়ি কৃষক সংগঠনের নেতাদের আলোচনায় ডাকলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ৷ আজ, মঙ্গলবার সন্ধে সাতটায় এই বৈঠক ডেকেছেন তিনি৷ বুধবারই কৃষকদের সঙ্গে ষষ্ঠ দফার আলোচনায় বসার কথা রয়েছে কেন্দ্রীয় সরকারের৷ তার আগে অমিত শাহের এই বৈঠক নিঃসন্দেহে তাৎপর্য্যপূর্ণ৷ এবং একে চাপের মুখে কেন্দ্রের নতিস্বীকার হিসাবেই দেখছে রাজনৈতিক মহল।
প্রসঙ্গত, কৃষকদের এ দিনের বনধকে সমর্থন জানিয়েছে অধিকাংশ বিরোধী দল৷ দেশ জুড়ে এই বনধের যথেষ্ট প্রভাব পড়েছে৷ কোথাও হাইওয়ে, কোথাও আবার রেল পথ অবরুদ্ধ করেছেন আন্দোলনকারীরা৷ বন্ধ ছিল বহু দোকান, বাজার৷ কৃষকদের আন্দোলনে যেভাবে রাজনৈতিক দলগুলির পাশাপাশি সমাজের বিভিন্ন অংশের মানুষ সমর্থন করছেন, তাতে যথেষ্ট চাপে কেন্দ্র৷ আর তাই কৃষক বিরোধী ভাবমূর্তি ঝেড়ে ফেলতে মরিয়া মোদী-শাহরা৷ এতদিন কৃষকদের সঙ্গে আলোচনা করছিলেন কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমার, বাণিজ্যমন্ত্রী পীযূষ গোয়েলরা৷ কিন্তু তাতে সমাধান সূত্র বের হয়নি৷ বাধ্য হয়েই এবার অমিত শাহ নিজেই আলোচনার টেবলে বসছেন৷ কৃষক নেতা রাকেশ টিকাইত জানিয়েছেন, ‘আজই আমার কাছে একটি ফোন এসেছিল৷ অমিত শাহ একটি বৈঠক ডেকেছেন৷ আমাদের সন্ধে সাতটায় বৈঠকে যোগ দিতে যেতে বলা হয়েছে৷’ তাঁরা বৈঠকে যোগ দেবেন বলে জানিয়েছেন ওই কৃষক নেতা৷