বাঙালি পর্যটকদের জন্য সুখবর। কোভিড সংক্রান্ত যাবতীয় বিধিনিষেধ তুলে নিল সিকিম সরকার। স্বভাবতই আগের মতো দল বেঁধে সিকিম বেড়াতে যাওয়ায় কার্যত কোনও বাধা থাকল না।
কোভিড সংক্রমণের কারণে আনলক শুরু হওয়ার পর থেকেই পর্যটন গাড়ির ওপরে নানা বিধিনিষেধ জারি করেছিল সিকিম সরকার। কোভিড সংক্রমণ এড়াতে গাড়িতে সংখ্যায় কম যাত্রী নেওয়ার অনুমোদন দিয়েছিল সিকিম সরকার।
কিন্তু কোভিড সংক্রমণের মাত্রা খানিকটা কমতেই ফের পর্যটন শিল্পকে আগের জায়গায় নিয়ে আসতে চাইছে সিকিম সরকার। সে কারণেই বিধিনিষেধে এমন শিথিলতা বলে মনে করা হচ্ছে। সিকিম সরকারের জারি করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগের মতোই যাত্রীরা গাড়িতে করে কোভিড-পূর্ববর্তী ভাড়াতেই ঘুরে বেড়াতে পারবেন।
শুধু সিকিম নয়, এই সিদ্ধান্তে বাংলার পর্যটন শিল্পও লাভবান হবে বলে মনে করা হচ্ছে। এ রাজ্যের পর্যটন দফতরের এক কর্তা বলেন, “সিকিমে সবচেয়ে বেশি ঘুরতে যান বাঙালিরাই। কাজেই সেখানকার বিধি শিথিল হলে পর্যটকের সংখ্যা বাড়বে। সেটা হলে উপকৃত হবেন এ রাজ্যে পর্যটন শিল্পের সঙ্গে যুক্ত বহু সংস্থা।”