শহরের বড় পুজো মণ্ডপগুলোর নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন করলেন কলকাতা পুলিশ কমিশনার রাজীব কুমার। পুজো মণ্ডপের গেটের মাপ, প্রবেশ এবং বাহির পথের পরিসর, অগ্নি নির্বাপন ব্যবস্থাপনা সহ নিরাপত্তা সংক্রান্ত বিভিন্ন বিষয় গুলো সম্পর্কে পুজো কমিটির উদ্যোক্তাদের কাছে খোঁজ খবর নেন। গড়িয়াহাটের একডালিয়া এভারগ্রিন, নিউ আলিপুরের সুরুচি সংঘ, শিয়ালদহের সন্তোষ মিত্র স্কোয়ার, সেন্ট্রাল অ্যাভিনিউর মহম্মদ আলি পার্ক সহ দক্ষিণ এবং মধ্য কলকাতার কয়েকটি বড়পুজো মণ্ডপ ঘুরে দেখেন কমিশনার। পরিদর্শনের সময় কমিশনারের সঙ্গে ছিলেন, অতিরিক্ত কমিশনার বিনীত গোয়েল এবং সুপ্রতিম সরকার।
নাকতলা উদয়ন সংঘের উদ্যোক্তাদের পক্ষ থেকে আগেই জানানো হয়েছিল, প্রতি ঘণ্টায় প্রতিমার রূপ বদলে যাবে। সেই দিকে লক্ষ্য রেখে এবার ওই পুজো মণ্ডপের জন্য বাড়তি বাহিনী মোতায়েন করা হচ্ছে বলে জানানো হয়েছে লালবাজারের পক্ষ থেকে।