বিজেপির অস্বস্তি বাড়িয়ে বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির প্রশংসায় পঞ্চমুখ স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং। মাওবাদী দমনে মমতার দাওয়াই যে সেরা, তাও সরাসরি স্বীকার করে নিয়েছেন রাজনাথ। দিলীপ ঘোষ, জয় ব্যানার্জিরা যখন মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিষোদগার করছেন, সেইসময় বাংলায় এসে রাজনাথের মতো কেউ মমতার এমন ভূয়সী প্রশংসা করলে, তার তাৎপর্য অন্য রকম বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকেরা।
মোদীর সঙ্গে মমতার বা মোদী সরকারের সঙ্গে মমতা সরকারের সম্পর্ক এখন যে রকম এবং তৃণমূল-বিজেপির টানাপোড়েন এখন যে পর্যায়ে, তাতে এই সময়ে রাজনাথের মুখে মমতার এই দরাজ সুনাম যে বাংলার বিজেপি নেতাদের অস্বস্তিও অনেকখানি বাড়াল, তা নিয়েও কোনও সংশয় নেই।
অস্বস্তির এখানেই শেষ নয়। দিল্লী এবং রাজ্যের বিজেপি নেতাদের রক্তচাপ বাড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আলাদা বৈঠকেও বসেছেন রাজনাথ। নবান্নে পূর্বাঞ্চলীয় পরিষদের বৈঠক শেষে সংবাদমাধ্যমের মুখোমুখি হন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। সেই সাংবাদিক সম্মেলন শেষ করে সোজা চলে যান মমতা বন্দ্যোপাধ্যায়ের চেম্বারে। মমতাই সঙ্গে করে নিয়ে যান রাজনাথকে। সেখানেই বাংলার মুখ্যমন্ত্রীর সঙ্গে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর একান্ত আলাপচারিতা হয় বলে নবান্ন সূত্রের খবর। মিনিট কুড়ির বৈঠক সেরে দুজনেই নীচে নেমে আসেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে গাড়িতে তুলে দিয়ে আবার উপরে উঠে যান মুখ্যমন্ত্রী। তবে সেই বৈঠক নিয়ে মুখ খোলেননি কেউই। সব মিলিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর মুখে বাংলার মুখ্যমন্ত্রীর জয়গান শুনে বিজেপি যে অস্বস্তি চাপছে সেটা স্পষ্ট।