ভোটে জেতার পর পাহাড়কে দেওয়া প্রতিশ্রুতি ভঙ্গ করেছে গেরুয়া শিবির। এই অভিযোগ উঠছিলই। এবার সরাসরি বিজেপিকে কাঠগড়ায় দাঁড় করিয়ে বিমল গুরুংকে স্বাগত জানানোর তোড়জোড় শুরু করে দিলেন তাঁর অনুগামীরা। বৃহস্পতিবার, কার্শিয়াং মহকুমায় একটি হোটেলের হলে সভা করেন গোর্খা জনমুক্তি মোর্চার গুরুং শিবিরের লোকজনেরা। সেখানে গুরুংপন্থী বিমল দোর্জি সহ কয়েকজন নেতা জানিয়ে দেন, ছোটখাটো কিছু জায়গায় গুরুং বিরোধী মিছিল হলেও পাহাড়ের সিংহভাগ মানুষ যে গুরুংয়ের সঙ্গে রয়েছে তা বোঝাতে বড় মাপের স্বাগত সমাবেশ হওয়ার প্রস্তুতি শুরু হয়েছে।
মোর্চার অন্দরের খবর, কার্শিয়াঙের হোটেলের ওই সভায় হাজির সকলকেই জানিয়ে দেওয়া হয়েছে, তাঁরা যেন যে যাঁর এলাকায় গিয়ে বিমল গুরুং কেন, কোন পরিস্থিতিতে রাজ্যের শাসক দলের সঙ্গে হাত মেলাতে বাধ্য হয়েছেন সেটা বোঝান। সভায় বক্তারা জানান, বিজেপিকে গুরুংপন্থীরা বারবার সমর্থন করলেও আখেরে গোর্খাল্যান্ড কিংবা জিটিএ-এর আরও স্বশাসনের জন্য কেন্দ্র কিছুই পদক্ষেপ করেনি। বিজেপির সাংসদ রাজু বিস্তাও পাহাড়ের আবেগের সমর্থনে দু-চারটি বক্তৃতা করলেও স্থায়ী সমাধানের কোনও চেষ্টা করেননি বলেও ওই সভায় অভিযোগ ওঠে।
কট্টরপন্থী মোর্চার অন্দরের খবর, দেওয়ালির আগেই গুরুং ফিরবেন ধরে নিয়েই তাঁর অনুগামীরা এগোচ্ছেন। তার আগে আইনি প্রক্রিয়া সম্পূর্ণ করার ব্যাপারেও জোর দিয়েছেন গুরুংয়ের আইনজীবীরা। ইতিমধ্যেই পাহাড়ের এক আইনজীবী কলকাতায় এবং আরেকজন দিল্লিতে পৌঁছেছেন। কলকাতা হাইকোর্টের সার্কিট বেঞ্চের যেমন আগামী সপ্তাহে গুরুংয়ের জামিনের আবেদনের মামলা উঠতে পারে, তেমনই সুপ্রিম কোর্টেও বিশেষ আবেদন দাখিল করা হতে পারে বলে গুরুংপন্থীদের একটি সূত্র দাবি করেছে।