দেশের সবচেয়ে বড় ব্যাঙ্কিং সংস্থা এসবিআই তাদের এটিএম থেকে দৈনিক টাকা তোলার পরিমাণ একেবারে অর্ধেক করে দিল। এতদিন ৪০ হাজার টাকা তোলা যেত। এবার তা কমিয়ে ২০ হাজারে নামিয়ে আনা হল। আগামী ৩১ অক্টোবর থেকে চালু হবে স্টেট ব্যাঙ্কের এই নয়া ফরমান। দুর্গাপুজো, দেওয়ালির মুখে স্টেট ব্যাঙ্কের এই সিদ্ধান্তে ব্যবসায়ী থেকে ক্রেতা সবাইকেই সমস্যায় পড়তে হবে বলে মনে করছে ওয়াকিবহাল মহল।
এটিএম কার্ডে পিন নাম্বার জালিয়াতি এবং প্রযুক্তিগত প্রতারণা বেড়ে যাওয়াতেই স্টেট ব্যাঙ্ক এমন সিদ্ধান্ত নিয়েছে বলে মনে করা হচ্ছে। গত আগস্টে এসবিআইয়ের তরফে গ্রাহকদের এটিএম তথা ডেবিট কার্ড পুরনো থাকলে তা বদলে ম্যাগনেটিক চিপ দেওয়া কার্ড নিতে আবেদন করা হয়। ৩১ ডিসেম্বরের মধ্যে তা করতে হবে বলে নির্দেশও দেওয়া হয়েছে। শুধু এসবিআই নয়, ডেবিট ও ক্রেডিট কার্ডের জালিয়াতি রুখতে আরবিআইয়ের নির্দেশ মেনেই এই ব্যবস্থা সব ব্যাঙ্কই গ্রহণ করতে চলেছে। স্টেট ব্যাঙ্কে বেঙ্গল সার্কেল কর্তৃপক্ষ বলেন, ‘আমরা ইতিমধ্যেই ক্লাসিক এবং মায়েস্ত্রো কার্ডের পরিবর্তে গ্রাহকদের চিপ লাগানো কার্ড দেওয়া শুরু করেছি। যত দ্রুত সম্ভব বিনা চিপের ডেবিট কার্ডের ব্যবহার বন্ধ করাই ব্যাঙ্কের লক্ষ্য।‘
এই ব্যাপারে স্টেট ব্যাঙ্কের কর্তারা জানিয়েছেন, সাধারণভাবে লক্ষ্য করা গিয়েছে বৈধ গ্রাহকেরা এটিএম থেকে দিনে ২০ হাজার টাকার বেশী তোলেন না। কালেভদ্রে হয়ত, একসঙ্গে অনেক টাকা তোলা হয়। তবে দৈনিক ২০ হাজার যথেষ্ট। এই নিয়ম চালু করার জন্য নতুন এটিএম কার্ডও চালু করা হতে পারে। সেটি যাতে আরও সুরক্ষিত রাখা যায় সেই ব্যবস্থাও করা হবে। এছাড়া তেম্ন প্রয়োজন পড়লে ব্যাঙ্কে গিয়ে চেক অথবা উইথড্রয়াল স্লিপের মাধ্যমে টাকা তোলার সুবিধা তো থাকছেই।