সিপিএমের বঙ্গব্রিগেড জোটের পক্ষে। কিন্তু পলিটব্যুরো বামদলগুলিকে সঙ্গে নিয়ে একক লড়াইতেই আগ্রহ দেখাচ্ছে। এই নিয়েই যুযুধান আলিমুদ্দিন আর পলিটব্যুরো।
কংগ্রেসের হাত ধরতে মরিয়া আলিমুদ্দিনের নেতারা। জোট করে লড়লে লোকসভা ভোটে অন্তত এক ডজন আসনে জোর লড়াই দেওয়া সম্ভব হবে বলেই মনে করছেন সূর্য-বিমানেরা। কিন্তু পলিটব্যুরো নেতৃত্ব কংগ্রেস এবং সমমনোভাবাপন্ন দলগুলির সঙ্গে জোট করা নিয়ে সংশয়ে। মতপার্থক্যও রয়েছে। তাই এই নিয়ে কোনও চূড়ান্ত সিদ্ধান্তে এখনও আসতে পারেনি তারা। বরং কংগ্রেসের সঙ্গে জোটে যাওয়া হবে কিনা সেই সিদ্ধান্তের দায়িত্ব তারা ছেড়ে দিয়েছে কেন্দ্রীয় কমিটির ওপর। তাই কেন্দ্রীয় কমিটির বৈঠকে ফের এব্যাপারে ভোটাভুটির সম্ভাবনাও উঁকি দিতে শুরু করেছে।
৬ অক্টোবর থেকে ৮ অক্টোবর দিল্লীতে আয়োজিত কেন্দ্রীয় কমিটির এই বৈঠক ঘিরে এখন জোর তৎপরতা শুরু হয়েছে। কংগ্রেসের সঙ্গে জোট করে ভোট লড়ার দরজা খোলা রাখার ব্যাপারে বিগত পার্টি কংগ্রেসে অনেক কাঠখড় পুড়িয়ে প্রকাশ কারাতের নেতৃত্বাধীন কট্টরপন্থী ল্বিকে কিছুটা নরম মনোভাব গ্রহণ করাতে সক্ষম হয়েছিলেন ইয়েচুরিরা। বিজেপি-র পাশাপাশি বাংলায় তৃণমূলকে হারাতে কংগ্রেসের হাত ধরা জরুরী বলে সূর্য-বিমানের সঙ্গে একমত হয়ে সীতারাম এই অবস্থান নিয়েছিলেন। কিন্তু পার্টি কংগ্রেসের সিদ্ধান্তই যে শেষ কথা নয়, সেটাই কারাতরা এখন আবার বুঝিয়ে দিচ্ছেন।