হাতে মাত্র আর কয়েকটা দিন। তারপরই শুরু হয়ে যাবে চলতি বছরের আইপিএল। এরমধ্যেই গতকাল আইপিএলের নতুন পার্টনারের নাম ঘোষণা করল বিসিসিআই। এবারের আইপিএলের অফিশিয়াল পার্টনার হিসেবে ক্রেড’কে বেছে নিয়েছেন বোর্ডের কর্তারা। ক্রেড বেঙ্গালুরুর একটি ক্রেডিট বিল পেমেন্ট অ্যাপ। এই কথা আজ ট্যুইটারে ঘোষণা করেছে বিসিসিআই।
শুধুই ক্রেড নয়। এর আগে বেঙ্গালুরুর আরেক সংস্থা ‘আনএকাডেমী’র নামও অফিশিয়াল পার্টনার হিসেবে ঘোষণা করেছিল বিসিসিআই। এরপর আজ আবার ক্রেড’কেও বেছে নিয়েছে বোর্ড। গোটা দেশে চরম অর্থনৈতিক ডামাডোলের মধ্যেও দুটি নতুন অফিশিয়াল পার্টনার খুঁজে বের করা নিঃসন্দেহে কঠিন কাজ। সেই কঠিন কাজ করে দেখিয়েছে বিসিসিআই। এমনটাই টুইটে বলেছেন বোর্ড প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়।
প্রসঙ্গত, আইপিএলের টাইটেল স্পনসরের পদ থেকে ভিভো সরে যাওয়ার পর গত মাসেই আইপিএলের নতুন স্পনসর হিসেবে ‘ড্রিম ইলেভেন’ সংস্থার নাম ঘোষণা করেছিল বোর্ড। স্পনসরশিপ পাওয়ার দৌড়ে টাটা সন্স ও বাইজু’স-র মত কোম্পানিকে হারিয়ে দিয়েছিল ড্রিম ১১। এক মরশুমের জন্য ড্রিম ১১ বোর্ডকে ২২২ কোটি টাকা স্পনসরশিপের জন্য দিয়েছে। আর এবার অন্যান্য স্পনসরের নামও জানিয়ে দিল বিসিসিআই।