ডেঙ্গি মোকাবিলায় পুরসভার স্বাস্থ্য বিভাগকে আরও সক্রিয় হয়ে পরিস্থিতি মোকাবিলায় নজর দেওয়ার নির্দেশ দিলেন পুর-প্রশাসক ফিরহাদ হাকিম। চলতি বছরে শহরে এখনও পর্যন্ত ডেঙ্গিতে আক্রান্ত হয়েছেন ৯০ জন। সংখ্যাটা গতবারের তুলনায় অনেকটাই কম হলেও, ডেঙ্গি নিয়ন্ত্রণে স্বাস্থ্য বিভাগ যাতে কোনও ঢিলেমি না-দেয়, সেই বার্তাই বুধবার দিয়েছেন ফিরহাদ।
মঙ্গলবার প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রী বলেছিলেন, নভেম্বর মাসেও ডেঙ্গি হয়। সে কথা মাথায় রেখে যেন পুরসভা কাজ করে। সেই নির্দেশ মেনে বাড়ি-বাড়ি স্বাস্থ্য সমীক্ষার কাজ নভেম্বর পর্যন্ত করতে বলা হয়েছে পুরকর্মীদের। একই সঙ্গে কেন্দ্রীয় সরকারি প্রতিষ্ঠানগুলিকে ডেঙ্গি মোকাবিলার গাইডলাইন দ্রুত পাঠাতে বলা হয়েছে। পাশাপাশি বাড়ির ছাদ, নির্মীয়মাণ বহুতলগুলিতে নিয়মিত ভিজিট, ড্রোনে নজরদারি চলছে।
কয়েক সপ্তাহ যে ভাবে টানা বৃষ্টি হচ্ছে, তাতে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা করছেন পতঙ্গবিদরা। তাঁদের বক্তব্য, ছোট পরিসরে জল জমলেই সেখানে জন্ম নিতে পারে ডেঙ্গি রোগের জীবাণু বহনকারী মশার লার্ভা। সে কারণেই কোনও জায়গায় যাতে জল না-জমে, সেটা নিশ্চিত করতে চাইছে পুরসভা।