গতকালই প্রকাশ্যে এসেছে সঞ্জয় দত্তের ফুসফুসের ক্যানসারে আক্রান্ত হওয়ার খবর। তারপর থেকেই শুভানুধ্যায়ীরা ট্যুইট করতে শুরু করেন। এই খবর শোনার পর টুইট করে নিজের লড়াইয়ের কথা স্মরণ করে সঞ্জয় দত্তকে অনুপ্রেরণা জোগানোর চেষ্টা করলেন ক্যানসারজয়ী ভারতীয় ক্রিকেটার যুবরাজ সিং। টুইটে সঞ্জয় দত্তকে যোদ্ধা বললেন যুবি।
যুবরাজ লিখলেন, “তুমি তো সত্যি কারের যোদ্ধা সঞ্জয় দত্ত! আমি জানি কী দুঃসহ যন্ত্রণা। কিন্তু আমি জানি তুমি কতটা শক্ত মনের মানুষ। এই কঠিন সময়টা তুমি পেরিয়ে লড়াই জিতবেই। আমার শুভকামনা সবসময়ই তোমার সঙ্গে রয়েছে, তোমার দ্রুত আরোগ্য কামনা করি।”
প্রসঙ্গত, ২০১১ সালের বিশ্বকাপ জেতার পরেই ফুসফুসের ক্যানসার ধরা পড়ে বিশ্বকাপের সেরা ক্রিকেটার যুবরাজ সিং-এর। চিকিৎসার জন্য যুবিও যান আমেরিকায়। জেদ আর লড়াকু মানসিকতকে হাতিয়ার করে ক্যানসারযুদ্ধে জয়ী হন যুবি। স্বমহিমায় আবারও বাইশ গজে ফিরে আসেন।