দেশে প্রতিদিন বেড়েই চলেছে করোনা আক্রান্তের সংখ্যা। আগের দিনের রেকর্ড ভেঙে দিচ্ছে নতুন আক্রান্ত। আর তারমধ্যেই উত্তরপ্রদেশে খোঁজ মিলছে না ৪২ জন করোনা আক্রান্তের। এই ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে যোগী আদিত্যনাথের রাজ্যে। বিজেপি শাসিত কর্নাটকের বেঙ্গালুরুর পরে এবার যোগী রাজ্যের গাজিপুরে ঘটল একই ঘটনা।
শুক্রবার সকালে উত্তরপ্রদেশের গাজিপুর জেলার মুখ্য স্বাস্থ্য অধিকর্তা জেলাশাসককে জানিয়েছেন, ৪২ জন করোনা আক্রান্তের খোঁজ মিলছে না। হাসপাতালে তাঁরা নেই। এমনকি হোম আইসোলেশনেও খোঁজ পাওয়া যাচ্ছে না তাঁদের। তিনি জানিয়েছেন, ৪২ জন আক্রান্তের খোঁজ চলছে। এই ব্যাপারে বিভিন্ন থানার আধিকারিকদের খবর দেওয়া হয়েছে। পুলিশ খোঁজ শুরু করেছে।
জানা গিয়েছে, এই ৪২ জন নমুনা পরীক্ষার সময় যে ঠিকানা ও ফোন নম্বর দিয়েছেন তা ভুয়ো। আর তার ফলেই রিপোর্ট পজিটিভ আসার পরে তাঁদের খোঁজ পাওয়া যাচ্ছে না। এরকম যাতে আর না হয়, তার জন্য এরপর থেকে নমুনা পরীক্ষার সময় সরকারি পরিচয়পত্র জমা দিতে হবে বলে জানানো হয়েছে। সেইসঙ্গে ফোন নম্বরও পরীক্ষা করে দেখে নেওয়া হবে বলে নির্দেশ দেওয়া হয়েছে।
তবে এভাবে আক্রান্তের খোঁজ না মেলায় আতঙ্ক ছড়িয়েছে গাজিপুরে। চিন্তায় রয়েছে প্রশাসনও। কারণ, আগামী ৫ আগস্ট অযোধ্যায় রামমন্দিরের ভূমি পুজো হওয়ার কথা। তার জন্য ৩ আগস্ট থেকে শুরু হবে অনুষ্ঠান। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী-সহ দেশের অনেক অতিথি সেখানে উপস্থিত থাকবেন। কোনও ভাবেই যেন সেখানে সংক্রমণ না ছড়ায় সেদিকে খেয়াল রাখছে প্রশাসন। কড়া নিরাপত্তার বন্দোবস্ত করা হয়েছে সেখানে।