ভারতে করোনা পরিস্থিতি দিন দিন ভয়াবহ আকার ধারণ করছে। রোজ বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। এই সংকটকালে স্বাস্থ্য বিশেষজ্ঞদের পরামর্শে কোভিড পরীক্ষার উপরেই সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে ভারত। আমেরিকা ও রাশিয়ার পর সবথেকে বেশি কোভিড টেস্ট ভারতেই হয়েছে। কোভিড টেস্টের এই হার আরও বাড়িয়ে নিয়ে যেতে যে র্যাপিড টেস্ট কিটের প্রয়োজন, তা ভারতের হাতে নেই। এই পরিস্থিতিতে ভারতের দিকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে বন্ধু দেশ ইজরায়েল। দু-দেশ মিলিত ভাবে এমন একটি র্যাপিড টেস্টিং কিট বানাতে চলেছে, তাতে কয়েক ঘণ্টা নয়, কোভিড পজিটিভ কি না, জানতে সময় লাগবে ৩০ সেকেন্ডেরও কম সময়।
করোনা সংক্রমণের শুরুর সময়ে ইজরায়েলের পাশে দাঁড়িয়েছিল ভারত। ওষুধ থেকে মাস্ক, কোভিডের বিরুদ্ধে লড়াইয়ে অনেক ওষুধ-সরঞ্জাম এ দেশ থেকে গিয়েছিল। সে উল্লেখ করে ইজরায়েলের দূতাবাস জানায়, বিনিময়ে ভারতকে এই সংকটে কিছু ফিরিয়ে দিতে হয়। তাই এই যৌথ তত্পরতা। বিষয়টি যে কেবল পরিকল্পনার স্তরে নেই, কাজ অনেক দূর এগিয়ে গিয়েছে, ইজরায়েলের দূতাবাসের তরফে সে বিষয়ে নিশ্চিত করা হয়েছে।
ভারতে ইজরায়েলের রাষ্ট্রদূত রন মালকা বলেন, ‘ইজরায়েলের এই প্রতিনিধি দলের নেতৃত্ব দেওয়ার সুযোগ পেয়ে আমি গর্বিত। আমাদের বন্ধুত্ব পরীক্ষিত। এই জটিল, কঠিন সময়ে ভারতের দিকে বন্ধুত্বের হাত বাড়িয়ে দিতে পারলে, আমরা খুশিই হব।’
সূত্রের খবর, একটি বরিষ্ঠ টিম খুব শিগগিরই ইজরায়েল থেকে ভারতে আসছে। অত্যাধুনিক র্যাপিড টেস্টিং কিট নিয়ে চূড়ান্ত পূর্বের কাজ শেষ করতেই, তাঁদের এই সফর। এ ছাড়া ভারতকে মেকানিক্যাল ভেন্টিলেটরও দেবে ইজরায়েল।
শীর্ষ পর্যায়ের প্রতিনিধি দলটিকে নিয়ে তেল আভিভ থেকে নয়াদিল্লিতে আসছে বিশেষ উড়ান। ওই কিট বানাতে ভারতের মুখ্য বিজ্ঞানী কৃষ্ণস্বামী বিজয় রাঘবন ও DRDO সঙ্গে ওই প্রতিনিধিরা কাজ করবেন। বিজয় রাঘবন কেন্দ্রের প্রধান বৈজ্ঞানিক উপদেষ্টা।