ফের কাশ্মীরে সংঘর্ষবিরতি চুক্তি লঙ্ঘন করল পাকিস্তান। কাশ্মীরের কাছে পুঞ্চে মঙ্গলবার রাত থেকে গুলিবর্ষণ করতে শুরু করে পাক সেনা। সেই গুলিতে নিহত হন ষাটোর্ধ্ব এক বৃদ্ধা। বালাকোট সেক্টরে রাতভর প্রবল মর্টার ছুঁড়ল পাক সেনা।
কাশ্মীর থেকে ৩৭০ ধারা প্রত্যাহারের পর থেকেই এই সংঘর্ষবিরতি চুক্তিলঙ্ঘনের পরিমাণ ক্রমেই বাড়িয়ে চলেছে পাক সেনা। সম্প্রতি লাদাখ ইস্যুর পর আরও সুযোগ পেয়েছে তারা। বালাকোট সেক্টরে রাতভর প্রবল মর্টার ছুঁড়ল পাক সেনা। কাশ্মীরে জঙ্গী অনুপ্রবেশ করানোর জন্য মরিয়া হয়ে ওঠে পাকিস্তানের গুপ্তচর সংস্থা আইএসআই ও সেদেশের সেনাবাহিনীর কর্তারা।
বুধবার সকালেও পাক সেনার গুলি বর্ষণের জেরে গুরুতরভাবে আহত হন ষাটোর্ধ্ব এক বৃদ্ধা রেশম বি ও হাকাম বি। পরে তাদের স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে রেশম বিকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। হাকাম বিকে জম্মুর একটি হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।
মন্ত্রকের এক আধিকারিকের কথায়, “পাক সেনার গুলির জবাবে রাত থেকেই আমাদের সেনারাও প্রত্যুত্তর দেয়। প্রায় ৪৫ মিনিট ধরে চলে এই গুলির লড়াই”৷