প্রকাশ্যে হুমকি দেওয়াই হোক বা অশালীন-বেফাঁস মন্তব্যের ফোয়ারা ছোটানো – সবেতেই গেরুয়া শিবিরের জুড়ি মেলা ভার। বিরোধী দলের নেতানেত্রীই হোক বা বিরোধী মত পোষণকারী কোনও বিশিষ্টজন, তাঁদের বিঁধতে গিয়ে বরাবরই বেপরোয়া মনোভাব দেখিয়েছেন বিজেপির নেতা-মন্ত্রীরা। আর সেই তালিকায় একেবারে ওপরের দিকেই রয়েছে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের নাম। ‘গুলি করে মারব’ মন্তব্যের পর দেশজুড়ে নিন্দিত হয়েছিলেন দিলীপ। এবার তৃণমূলের উদ্দেশ্যে তাঁর হুমকি, ‘ঠিক সময়ে বদলা নেব।’
প্রসঙ্গত, সাম্প্রতিক কালে বারবারই ত্রাণ নিয়ে দুর্নীতির অভিযোগ উঠেছে বিজেপির বিরুদ্ধে। তা নিয়ে বিজেপি সাংসদের সাফাই, ‘বিজেপি কর্মীরা ত্রাণ নিয়ে দুর্নীতি করছে, এমন তথ্য আমার কাছে নেই। আমি চাই তদন্ত হোক। যদি অভিযোগের সত্যতা প্রমাণিত হয়, সেক্ষেত্রে অভিযুক্তরা নিশ্চয়ই শাস্তি পাবে।’ অন্যদিকে, বুধবার সকালে প্রাতঃভ্রমণে বেরিয়ে আক্রান্ত হয়েছিলেন বিজেপি সাংসদ। তাঁকে বাজারে ঢুকতে বাধা দেওয়ার অভিযোগ উঠেছিল। এই ঘটনায় দায় তৃণমূলের ঘাড়ে চাপিয়ে দিলীপের হুঁশিয়ারি, ‘সঠিক সময়ে বদলা নেব। কাউকে জানিয়ে নেব না।’ বিজেপির রাজ্য সভাপতির এই হুমকিতেই ফের শুরু হয়েছে বিতর্ক।