রাজ্যে ঘূর্ণিঝড় উম্পুনের তাণ্ডবের পরই ক্ষতিপূরণ ও ত্রাণ নিয়ে কোনও প্রকার দুর্নীতি বরদাস্ত করা হবে না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যেমন কথা, তেমন কাজ। এবার দলনেত্রীর নির্দেশমতো রেশনে ত্রাণসামগ্রী বণ্টন ব্যবস্থায় হস্তক্ষেপ করার অভিযোগ পেয়েই বিষ্ণুপুর পৌরসভার পৌরপ্রধান তথা বিষ্ণুপুর ব্লক সভাপতি শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় এবং দলের আরও দুই নেতাকে শোকজ করল বাঁকুড়া জেলা তৃণমূল। বিষ্ণুপুর ব্লক সভাপতির পাশাপাশি কারণ দর্শানোর নোটিস পেয়েছেন তালড্যাংরার তাপস সুর ও পাত্রসায়ের ব্লকের নেতা বাবলু সিং। দলীয় সূত্রে খবর, এই তিন নেতার বিরুদ্ধে রেশন ব্যবস্থায় হস্তক্ষেপ করার অভিযোগ উঠেছিল। তাঁদের বিরুদ্ধে শুরু হয়েছে দলীয় তদন্ত।
প্রসঙ্গত, ত্রাণবণ্টন নিয়ে যাতে কোনও দুর্নীতি না হয়, সে বিষয়ে প্রথম থেকেই কড়া নজর রেখেছেন মুখ্যমন্ত্রী। তিনি স্পষ্ট জানিয়ে ছিলেন, কোনও অভিযোগ পাওয়ামাত্রই শোকজ করা হবে অভিযুক্তকে। পরে দলীয় তদন্তে দোষ প্রমাণ হলে, আরও কড়া শাস্তি। দল থেকে বহিষ্কার পর্যন্ত করা হতে পারে অভিযুক্ত নেতাকে। সে যে যত বড় নেতাই হোক না কেন, দুর্নীতি হলে ছাড় নেই কারও। দলের সুপ্রিমোর সেই নির্দেশ জেলাস্তরে পৌঁছে দেন সুব্রত বক্সি, অভিষেক বন্দ্যোপাধ্যায়রা। নির্দেশ পাওয়া মাত্রই তা কার্যকর করতে শুরু করে দিয়েছে জেলা তৃণমূল নেতৃত্ব। সেইমতো আজ বিষ্ণুপুর পৌরসভার চেয়ারম্যান তথা ব্লক তৃণমূল সভাপতি শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়-সহ তিন নেতাকে শোকজ নোটিস পাঠানো হল। শনিবার বাঁকুড়া জেলা তৃণমূল সভাপতি শুভাশিস বটব্যাল সাংবাদিক সম্মেলন করে দলের এই সিদ্ধান্তের কথা ঘোষণা করেছেন।