রাজ্যজোড়া করোনা আতঙ্কের মধ্যেই এবার হুগলির তারকেশ্বরে স্থানীয় এক তৃণমূল নেতার বাড়িতে বোমাবাজির অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে। তারকেশ্বরের আস্তারা দত্তপুর গ্রাম পঞ্চায়েতের সালেপুর গ্রামে বৃহস্পতিবার রাতে স্থানীয় তৃণমূল নেতা অমিয় ঘোষের বাড়িতে বোমাবাজি করে গেরুয়া শিবির আশ্রিত দুষ্কৃতীরা। অবশেষে পুলিশ এসে ঘটনাস্থল থেকে একটি তাজা বোমা উদ্ধার করে নিয়ে যায়।
শুক্রবার সকালে অমিয় ঘোষ অভিযোগ করেন, ‘গত কাল রাত এগারোটা থেকে সাড়ে এগারোটার মধ্যে আমার বাড়িতে হঠাৎই বোমা মারে একদল দুষ্কৃতী। দুটো বোমা ফাটে। একটা বোমা পরে প্রশাসন থেকে এসে উদ্ধার করে নিয়ে যায়। স্থানীয় বিজেপি নেতৃত্ব এই কাজ করেছে। আমি ছাত্র রাজনীতি করার সময় থেকেই তৃণমূল করছি। ওরা চাইছে আমাকে দমিয়ে দিতে। এখানে নিয়মিত ভাবে একশো দিনের কাজ হচ্ছে, মানুষ কাজ পাচ্ছে। সেটা ওদের সহ্য হচ্ছে না। প্রায়ই ওরা হামলা করে। এর আগে আমাদের দলীয় কার্যালয়েও ওরা বোমা মেরেছে। কাল রাতেই প্রশাসনের লোকজন এসেছিল। জেলার নেতাদের আমি বিষয়টা জানিয়েছি।’
কয়েকদিন আগেই সালেপুর এক নম্বর গ্রাম পঞ্চায়েতে বিজেপি থেকে শতাধিক কর্মী-সমর্থক বেরিয়ে এসে তৃণমূলে যোগ দেন। তখন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে এক হাত নেন। দিলীপ ঘোষের নিরাপত্তা নিয়েও তিনি কটাক্ষ করেন। দিলীপ ঘোষ যে বদলার কথা বলেছিলেন, সেই নিয়েও বিজেপি সাংসদকে তিনি পাল্টা দেন। মনে করা হচ্ছে, এভাবে সংগঠন আলগা হয়ে যাওয়ার বদলা নিতেই বিজেপি গতকাল এভাবে হামলা চালিয়েছে।