গত লোকসভা ভোটে বক্তা হিসেবে গোটা দেশে সাড়া ফেলে দিয়েছিলেন প্রাক্তন ক্রিকেটার তথা পাঞ্জাবের কংগ্রেস বিধায়ক নভজৎ সিং সিধু। বিভিন্ন প্রদেশ কংগ্রেস কমিটি বক্তা চেয়ে দিল্লীর কংগ্রেস দফতরে যে আবেদন করেছিল, তাতে সিধুর চাহিদা ছিল নজর কারা। সামনেই বিহারের বিধানসভা ভোট। এবার তাঁকে দিয়ে যখন সেখানে প্রচার করানোর কথা ভাবছে দল, তখনই সিধুর বাড়ির বাইরে নোটিস লাগিয়ে দিল বিহারের কাটিহার পুলিশ। এক বছর আগের একটি মামলায় কোনও জবাব না দেওয়ায় এই পদক্ষেপ করল বিহার পুলিশ।
পুলিশের বক্তব্য, গত লোকসভা ভোটের সময়ে কাটিহারে নির্বাচনী জনসভা করতে গিয়ে সিধু এমন মন্তব্য করেছিলেন যা একটি নির্দিষ্ট সম্প্রদায়ের ভাবাবেগে আঘাত করেছিল। নির্বাচনের আদর্শ আচরণবিধি লঙ্ঘন করার অভিযোগে মামলা রুজু হয় সিধুর বিরুদ্ধে। সেই মামলায় জামিন নিয়েছিলেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী। সেই জামিনের বন্ড পেপারে সই করাতে কাটিহারের দুই সাব ইনসপেক্টর পৌঁছন পাঞ্জাবে। তাঁদের বক্তব্য, গত ১৮ তারিখ থেকে রোজ তাঁরা ওই কাগজ নিয়ে সিধুর বাড়ির বাইরে চার থেকে পাঁচ ঘণ্টা করে দাঁড়িয়ে থাকতেন। কিন্তু কংগ্রেস বিধায়কের তরফে কোনও সাড়া মেলেনি। শেষ পর্যন্ত মঙ্গলবার তাঁরা সিধুর বাড়ির বাইরে নোটিস লাগিয়ে দেন।
এসআই জনার্দন রাম সংবাদমাধ্যমে বলেন, ‘নির্বাচনী আদর্শ আচরণ বিধি ভাঙার মামলায় জামিনের বন্ড পেপারে সই করাতে আমরা এখানে এসেছিলাম। কিন্তু উনি কোনও সাড়া দেননি। রোজ চার-পাঁচ ঘণ্টা দাঁড়িয়ে থাকতাম। কেউ কাগজ নেননি। তাই উপরতলার কর্তাদের নির্দেশে নোটিস লাগিয়ে দেওয়া হয়েছে।’ যদিও সিধুর বাড়িতে নোটিস লাগিয়ে দেওয়ার ঘটনায় মধ্যে অন্য গন্ধ পাচ্ছে কংগ্রেস। তাঁদের বক্তব্য, এবছরেই বিধানসভা নির্বাচন রয়েছে বিহারে। সেখানে যাতে সিধু প্রচারে না যেতে পারেন সেজন্যই এই কৌশল নেওয়া হয়েছে।