গতবছর ডিসেম্বরে চীনেই প্রথম ধরা পড়েছিল করোনা ভাইরাস। সেখান থেকে যা ধীরে ধীরে ছড়িয়ে পড়ে গোটা বিশ্বে। চীনের মাধ্যমে এই করোনা ভাইরাস নিয়ে বিপর্যয় তো ছিলই, এবার লাদাখ সীমান্তে চীনের আগ্রাসনের বিরুদ্ধেও লড়ছে ভারত। এই কঠিন পরিস্থিতিতেই আত্মবিশ্বাসের কথা বললেন দিল্লীর মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। তিনি জানালেন, এই মুহূর্তে ভারত চীনের বিরুদ্ধে একসঙ্গে দুটি যুদ্ধ লড়ছে। তবে দুটো যুদ্ধই জিতবে দেশ।
কেজরিওয়ালের কথায়, ‘আমরা চীনের বিরুদ্ধে একসঙ্গে দুটো লড়াই করছি। একটা হল সীমান্তে, অন্যটা ভাইরাসের বিরুদ্ধে, যেটা চীন থেকে ভারত সহ গোটা বিশ্বে ছড়িয়ে পড়েছে। আমাদের ২০ জন বীর যোদ্ধা শহীদ হয়েছেন, তবে হেরে যাননি। আমরা হারবো না। বরং চীনের বিরুদ্ধে দুটো লড়াইয়ে জিতব আমরাই।’ তিনি আরও বলেন, এই মুহূর্তে গোটা দেশ একসঙ্গে দাঁড়িয়ে ভাইরাসের বিরুদ্ধে লড়াই করছে। সীমান্তে সেনা এবং ভাইরাসের বিরুদ্ধে ডাক্তার এবং স্বাস্থ্যকর্মীরা সামনের সারি থেকে লড়ছে। এখন কোনও রাজনীতির জায়গা নেই। আমাদের সবাইকে এক হয়েই এই যুদ্ধে জিততে হবে।
উল্লেখ্য, ভারতে এই মুহূর্তে ভাইরাস আক্রান্তের সংখ্যা ছাড়িয়ে গিয়েছে চার লক্ষ। সবচেয়ে ক্ষতিগ্রস্ত রাজ্য মহারাষ্ট্র। এছাড়াও গুজরাট তামিলনাড়ু এবং দিল্লীর অবস্থাও শোচনীয়। এই দুর্গম পরিস্থিতি মোকাবিলার মাঝেই লাদাখ সীমান্তে চীন সেনার আগ্রাসন। সব মিলিয়ে কার্যত যুদ্ধ আবহ তৈরি গোটা দেশে। তবে এই মন্তব্য করে দেশবাসীর আত্মবিশ্বাস আরো বাড়িয়ে দিলেন আম আদমি পার্টির সুপ্রিমো। আর এই দুই যুদ্ধে যারা সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন, অর্থাৎ সেনা ও ডাক্তাররা, তাঁদেরকেও উজ্জীবিত করলেন তিনি।