জ্বালানীর মূল্যবৃদ্ধি এবং টাকার দামে রেকর্ড পতন নিয়ে মোদী সরকারের সমালোচনা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গতকাল ডলারের তুলনায় ভারতীয় টাকার মূল্য দাঁড়ায় ৭০ টাকা ৯৫ পয়সা। পেট্রোলের দামে ২২ পয়সা ও ডিজেলের দাম ২৮ পয়সা বেড়েছে৷ এই মূল্যবৃদ্ধির প্রতিবাদে সোশ্যাল মিডিয়ায় একটি টুইট করেছেন মুখ্যমন্ত্রী। লিখেছেন, ‘রুপি সাফারিং ফর্ম লো ফিভার- পেট্রল অ্যান্ড ডিজ়েল প্রাইস হায়েস্ট এভার।’
শুক্রবার বাজার খুলতেই টাকার দামে ঐতিহাসিক পতন ঘটে। এদিন ডলারের তুলনায় টাকার দাম কমে ২২ পয়সা কমে দাঁড়ায় ৭০.৯৬ টাকা। শঙ্কা আরও বাড়িয়ে এদিন চড়েছে পেট্রপণ্যের দামও। লাফিয়ে লাফিয়ে বেড়ে জ্বালানীর মূল্য সর্বোচ্চ রেকর্ড ভেঙেছে। অন্যদিকে টাকার মূল্যের রেকর্ড পতনে মুদ্রাস্ফীতির আশঙ্কা। সব মিলিয়ে অর্থনীতির অবস্থা রীতিমতো আশঙ্কাজনক। এরই সমালোচনা করে বাংলা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় টুইটারে লেখেন, ‘টাকার দামে রেকর্ড পতন। পেট্রোপণ্যের দামে সর্বকালীন রেকর্ড। গত ৫ মাসে বিদেশী মুদ্রার রিজার্ভ কমেছে ২১.৮৪ বিলিয়ন। জিডিপি-র ২.৮ শতাংশে বেড়েছে কারেন্ট অ্যাকাউন্টে ঘাটতি। পরিকল্পনাহীনভাবে জিএসটি চালু করার ফলে ২০১৭ জুলাই থেকে চলতি বছরের মার্চ পর্যন্ত রাজ্য সরকারগুলির রাজস্ব আদায় কমেছে ৪৮ হাজার ১৭৮ কোটি টাকা। জিএসটি লাগুর পর কালোবাজারি, হাওয়ালাদারির অভিযোগ বাড়ছে। দেশের সাধারণ মানুষের অবস্থা ভয়াবহ।’
মুখ্যমন্ত্রীর মতে পরিকল্পনাহীন জিএসটি লাগু করার ফলে দেশে এমন পরিস্থিতি তৈরি হয়েছে। এজন্য কেন্দ্রের মোদী সরকারকেই দায়ী করেছেন তিনি।