সিনেমার পর্দায় ধোনির জীবনকে নিঁখুত ভাবে ফুটিয়ে তুলেছিলেন সুশান্ত সিং রাজপুত। কিন্তু নিজের জীবনে কোন ঝড় চলছিল তার আঁচ পাননি কেউই। সেই গল্প ‘আনটোল্ড’ই থেকে গেল। এই সময়ের অন্যতম সম্ভাবনাময় অভিনেতার এভাবে আত্মহত্যা দেখে হতবাক ক্রিকেটমহল। কারণ ধোনির বায়োপিকের হাত ধরে ক্রিকেট দুনিয়াতেও তিনি ভালোবাসা পেয়েছিলেন।
সুশান্তের মৃত্যুর খবরে শোকাহত ক্রিকেট মহল। বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতার অকালপ্রয়াণের খবর প্রথমটায় বিশ্বাসই করতে পারেননি যুবরাজ সিংহ। তিনি টুইট করেছেন, “এত অল্প বয়সে, এত সফল এক জন অভিনেতা। ওর মনের ভিতরে কী চলছিল, তা আমরা কেউই জানি না। বাইরে থেকে তো অন্য রকম লাগত।”
তেন্ডুলকর টুইট করেছেন, “স্তম্ভিত ও ব্যথিত সুশান্ত সিংহ রাজপুতের প্রয়াণের খবরে। এত তরুণ ও প্রতিভাবান অভিনেতা। পরিবার ও বন্ধুদের প্রতি সমবেদনা রইল। আরআইপি।” জাতীয় দলের অধিনায়ক বিরাট কোহলি টুইট করেছেন, “সুশান্ত সিংহ রাজপুতের খবরে স্তম্ভিত। এটা মেনে নেওয়া খুব কঠিন। আত্মার শান্তি কামনা করছি। উপরওয়ালা শক্তি দিন পরিবার ও বন্ধুদের”।
সহবাগ টুইটারে জানিয়েছেন, “জীবন খুবই পলকা। এক জনের মনের ভিতরে কী চলছে, তা কেউ জানে না।” ইরফান পাঠান টুইট করেছেন, “সুশান্তের মৃত্যুর খবর শুনে আমি শোকাহত। ওর সঙ্গে আমার শেষ বার কথা হয়েছিল তাজ হোটেলের জিমে। ‘কেদারনাথ’-এ ওর অভিনয় দেখে প্রশংসা করেছিলাম। সুশান্ত আমাকে বলেছিল, ভাই, প্লিজ ‘ছিচোড়ে’ দেখো। তোমার ভাল লাগবে।”
গতকাল বান্দ্রার বাড়ি থেকে উদ্ধার হয় সুশান্তের ঝুলন্ত দেহ। পুলিশের অনুমান অবসাদগ্রস্ত হয়েই তিনি আত্মহত্যা করেছেন। আজই মুম্বইতে অন্ত্যেষ্টি হবে তার।