রাজ্যের সংশোধনাগার দপ্তরের প্রাক্তন মন্ত্রী অবনীমোহন জোয়ারদারের মৃত্যুতে শোকজ্ঞাপন করলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অবনীমোহনবাবুর পরিবারের সদস্যদের প্রতিও আন্তরিক সমবেদনা জানিয়েছেন তিনি।
শুক্রবার সকালে ওই শোকবার্তায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লিখেছেন, ‘রাজ্যের সংশোধনাগার দপ্তরের প্রাক্তন মন্ত্রী অবনীমোহন জোয়ারদারের প্রয়াণে আমি গভীর শোক প্রকাশ করছি। তিনি আজ ভোরে কলকাতায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বয়স হয়েছিল ৭৬ বছর। প্রাক্তন আইপিএস অবনীবাবু, ২০১১ ও ২০১৬ সালে কৃষ্ণনগর উত্তর কেন্দ্র থেকে বিধায়ক নির্বাচিত হন এবং সংশোধনাগার বিভাগের মন্ত্রী হন ২০১৬ সালে। তাঁর মৃত্যুতে রাজনৈতিক ও প্রশাসনিক জগতে এক শূন্যতার সৃষ্টি হল। আমি অবনীমোহন জোয়ারদারের পরিবার-পরিজন ও অনুরাগীদের প্রতি আন্তরিক সমবেদনা জানাচ্ছি।’ প্রাক্তন মন্ত্রীর প্রয়াণে ট্যুইটেও শোকপ্রকাশ করেন মুখ্যমন্ত্রী।
প্রসঙ্গত, কয়েক বছর ধরেই অসুস্থ ছিলেন অবনীমোহন জোয়ারদার। মাঝে বেশ কিছুদিন হাসপাতালেও ভর্তি ছিলেন। চাকরি থেকে অবসর নেওয়ার পর রাজনীতিতে আসেন প্রাক্তন এই দুঁদে আইপিএস অফিসার। রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের দ্বিতীয় মেয়াদের সরকারে কারা দফতরের মন্ত্রী ছিলেন তিনি। অসুস্থতারণ কারণে বেশ কিছুদিন তাঁকে দফতরবিহীন মন্ত্রী করেও রাখা হয়েছিল।