বল পালিশের সময় থুতু অথবা লালা ব্যবহার করতে না দিলে রিভার্স সুইং শিল্পই না অবলুপ্ত হয়ে যায়। গতকাল এমনই আশঙ্কা প্রকাশ করেছিলেন রিভার্স সুইংয়ের জনক বলে পরিচিত পাকিস্তানের প্রাক্তন ফাস্ট বোলার সরফরাজ নওয়াজ। তবে এদিন ভারতের পেস শক্তির অন্যতম অস্ত্র মহম্মদ শামি জানিয়ে দিলেন, থুতু ব্যবহার না করলেও তাঁর রিভার্স সুইং করাতে সমস্যা হবে না। শুধু বলের পালিশটা ঠিক থাকতে হবে।
ইনস্টাগ্রাম চ্যাটে শামি পরিষ্কার বলেছেন, ‘আমরা ছোটবেলা থেকে থুতু দিয়ে বল পালিশ করতে অভ্যস্ত। ফাস্ট বোলারদের এটা একটা স্বাভাবিক প্রবৃত্তি। কিন্তু তাও আমি বলব, শুকনো বলের একটা দিকে যদি পালিশ ঠিক রাখা যায়, তা হলে বল ঠিক রিভার্স সুইং করবে।’ অনিল কুম্বলের নেতৃত্বাধীন আইসিসি কমিটি অবশ্য এও বলেছে, থুতু ব্যবহার করা না গেলেও ঘাম দিয়ে বল পালিশ করা যাবে। যা নিয়ে শামির মন্তব্য, ‘থুতু এবং ঘাম দু’রকম ভাবে কাজ করে। তাই আমার মনে হয় না এতে কোনও লাভ হবে। আমি আগে সব সময়ই থুতু দিয়ে বল পালিশ করে এসেছি। এখন কোভিড-১৯ অতিমারির জেরে এই অভ্যাস ত্যাগ করতে হবে।’
লকডাউনে কিভাবে নিজেকে ফিট রাখছেন, সেটাও জানিয়েছেন শামি। এবং এর পাশাপাশি এগিয়ে এসেছেন আর্তদের সেবাতেও। এ দিন ভারতীয় ক্রিকেট বোর্ড টুইটারে একটি ছবি পোস্ট করেছে। যেখানে দেখা যাচ্ছে, মুখাবরণ পরে রাস্তায় দাঁড়িয়ে পরিযায়ী শ্রমিকদের খাবার বিতরণ করছেন বাংলার এই পেসার। জানা গিয়েছে, উত্তরপ্রদেশের সহসপুরে তাঁর বাড়ির বাইরে খাবার বিতরণের স্টলও দিয়েছেন শামি। ভারতীয় বোর্ড লিখেছে, ‘যারা বাড়ি ফেরার চেষ্টা করছেন, তাঁদের জন্য খাবারের প্যাকেট হাতে অপেক্ষা করছেন শামি।’